ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় হেরে যাচ্ছে বিশ্ব ॥ জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত: ০৫:৪৭, ২৫ জানুয়ারি ২০১৯

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় হেরে যাচ্ছে বিশ্ব ॥ জাতিসংঘ মহাসচিব

জনকণ্ঠ ডেস্ক ॥ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্ব হেরে যাচ্ছে বলে সতর্কতা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক আলোচনায় তিনি এই সতর্কতা দেন। প্যারিস চুক্তির আওতা অতিক্রম করে সরকারগুলোকে আরও বলিষ্ঠ প্রতিশ্রুতি দেয়ার আহ্বান জানান তিনি। খবর এএফপির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর ঝুঁকির মুখে পড়ে প্যারিস জলবায়ু চুক্তি। ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোও ট্রাম্পকে অনুসরণের হুমকি দিয়েছেন। প্যারিস চুক্তি ঝুঁকির মুখে পড়লেও জাতিসংঘ মহাসচিব বলছেন, প্যারিসে যেসব প্রতিশ্রুতি এসেছে তা এরই মধ্যে যথেষ্ট নয় বলে প্রমাণিত হয়েছে। দাভোস থেকে ফেসবুকে সম্প্রচারিত ভাষণে গুতেরেস বলেন, প্যারিস চুক্তিতে যেসব বিষয়ে একমত হওয়া গেছে তা বাস্তবায়ন হলেও তাপমাত্রা ৩ ডিগ্রী সেলসিয়াসের চেয়েও বেড়ে যাবে। জলবায়ু পরিবর্তন প্রশমন ও এর সঙ্গে খাপ খাইয়ে নিতে দরিদ্র দেশগুলোকে আরও বেশি অর্থনৈতিক সহায়তার পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। মহাসচিব বলেন, আমাদের আরও জোরালো প্রতিশ্রুতি দেয়া দরকার। গুতেরেস বলেন, আমাদের যুগকে নির্ধারণ করার মতো ইস্যু হলো জলবায়ু পরিবর্তন। আর তা মোকাবেলায় আমরা হেরে যাচ্ছি। প্যারিস চুক্তি এগিয়ে নিতে গত মাসে পোল্যান্ডে একটি সম্মেলন আয়োজন করে জাতিসংঘ। ওই সম্মেলনের প্রসঙ্গে গুতেরেস জানান, সরকারগুলো প্রয়োজনীয় সমাধান খুঁজে পাবে বলে আশাবাদী ছিলেন না তিনি। তবে তিনি বলেন, আমাদের রাজনৈতিক সদিচ্ছা এবং সেই ধরনের সরকার প্রয়োজন যারা বুঝতে পারবে এটিই আমাদের যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।
×