ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ট্রাফিক আইন অমান্যকারীদের সঙ্গে অপেশাদার আচরণ করা যাবে না ॥ ডিএমপি

প্রকাশিত: ০৫:৪৬, ২৫ জানুয়ারি ২০১৯

ট্রাফিক আইন অমান্যকারীদের সঙ্গে অপেশাদার আচরণ করা যাবে না ॥ ডিএমপি

স্টাফ রিপোর্টার ॥ ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে কোন অপেশাদার আচরণ বা বেফাঁস মন্তব্য করা যাবে না। করলে ওইসব পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার ডিএমপি হেডকোয়ার্টার্সে ত্রৈমাসিক ট্রাফিক কনফারেন্সে (অক্টোবর-ডিসেম্বর) ট্রাফিক পুলিশ সদস্যদের প্রতি এমন নির্দেশনা দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, যানজট নিয়ন্ত্রণ করা অনেক কষ্টসাধ্য দায়িত্ব। এই কষ্টসাধ্য দায়িত্ব সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে পালন করতে হবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আইন অমান্যকারীদের প্রতি কোন বেফাঁস মন্তব্য করা যাবে না। কমিশনারের দাবি, আগের তুলনায় ট্রাফিকের সেবার মান ও পেশাদারিত্বপূর্ণ মনোভাবের আমূল পরিবর্তন হয়েছে। এ ধারা অব্যাহত রাখার জন্য সব সার্জেন্টের জন্য বডি ওর্ন ক্যামেরা দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। আশা করি ভবিষ্যতে সেবার মান আরও বৃদ্ধি পাবে। এই ক্যামেরা শরীরের বা মাথার সামনের দিকে লাগানো থাকবে। যাতে উর্ধতন কর্মকর্তারা মাঠ পর্যায়ে কি হচ্ছে, তা ভিডিও ক্যামেরার মাধ্যমে দেখতে পারেন। এতে করে মনিটরিং করা যেমন সহজ হবে, তেমনি পুলিশ সদস্যরাও তাদের দক্ষতা ও কর্মতৎপরতা উর্ধতন কর্মকর্তাদের দেখানোর সুযোগ পাবেন।
×