ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৪৫, ২৫ জানুয়ারি ২০১৯

ঝলক

‘ডেটিং লিভ’ জীবন সঙ্গী খুঁজতে কর্মীদের বাড়তি ছুটি দিয়েছে চীনের দুটি কোম্পানি। নতুন চন্দ্র বছর পালন করতে চীনের কোটি কোটি কর্মী যখন বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে ঠিক তখন দেশটির পূর্বাঞ্চলীয় হাংঝু এলাকার দুটি কোম্পানি এই অভিনব উদ্যোগের কথা জানায়। কোম্পানি দুটির কর্মকর্তারা বলেন, আমাদের কোম্পানির ত্রিশোর্ধ যে সব নারী এখনও বিয়ের পিঁড়িতে বসতে পারেননি শুধু তাদের অতিরিক্ত ছুটি দেয়া হয়েছে। এই দীর্ঘ ছুটিতে এসব নারী চুটিয়ে প্রেম করবে ও এক পর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নেবে। এই ছুটির নাম দেয়া হয়েছে ‘ডেটিং লিভ’। এর আগে এই শহরের স্কুল শিক্ষকদের বিয়ের জন্য ‘লাভ লিভ’ দেয়া হয়েছিল। খবরে বলা হয়েছে, চীনে কোন নারীর বয়স ৩০ বছর পার হলে তাকে তাচ্ছিল্যের চোখে দেখে দেশটির সমাজ। এসব নারীকে ‘শেং নু’ বা বাতিল মেয়ে বলে খোঁটা দেয়া হয়। চীনে অনেক মেয়েই এখন তাদের ক্যারিয়ারের দিকেই বেশি মনোযোগী। তাই এ রকম পরিস্থিতির শিকার হচ্ছেন অনেক নারী। নতুন চন্দ্র বছর উপলক্ষে চীনে মোট ৭ দিনের ছুটি দেয়া হয়েছে। আর ত্রিশোর্ধ নারীদের ডেটিং করতে আরও ৮ দিনের অতিরিক্ত ছুটি দিয়েছে ওই দুই কোম্পানি। -সাউথ চায়না মর্নিং পোস্ট অবলম্বনে। নিজ শরীরে রোগ জন্মানোর জন্য... নিজের শরীরে রোগ জন্মাতে পাগলও চায় না। তবে মার্কিন মুলুকের অনেক লোক নিজের শরীরে ঠা-াজনিত রোগ জন্মানোর জন্য ব্যবহৃত টিস্যু চড়া দামে কিনে ওই টিস্যু ব্যবহার করছে। ঘন ঘন হাঁচি দেয়ার জন্য প্রতিটি টিস্যু অন্তত ৮০ ডলার দিয়ে খরিদ করছে তারা। এসব লোকের যুক্তি বছরে একবার ঠা-া লাগা ভাল। কারণ ঠা-া লাগলে হাঁচির সঙ্গে শরীরের অনেক জীবাণু বের হয়ে যায়। মাথা পাতলা হয়। আবার অতিরিক্ত কাজের সময় ঠা-া লাগলে কাজে ব্যাঘাত ঘটতে পারে। তাই এসব লোকজন নিজের সুবিধা মতো সময়ে ঠা-া ও হাঁচিতে আক্রান্ত হওয়ার জন্য এ কাজ করছে। এভাবে অনেকে ঠা-ায় আক্রান্তও হয়েছে। আর এই ফাঁকে কয়েকটি কোম্পানি চুটিয়ে ব্যবসা করার জন্য অন্যের ব্যবহৃত ভেজা টিস্যু জোগাড় করে তা আবার বিক্রি করছে। লস এ্যাঞ্জেলেস ভিত্তিক ভায়েব নামের একটি কোম্পানির প্রতিষ্ঠাতা ওলিভার নিয়েলসন বলেন, এসব ব্যবহৃত টিস্যু শরীরে ঠা-াজাতীয় রোগ জন্মানোর প্রচলিত পদ্ধতি হতে পারে। কারণ এই পদ্ধতিতে আপনি সুবিধা মতো সময়ে ঠা-ায় আক্রান্ত হতে পারবেন। এ জন্য আপনাকে কাজের সময় কষ্ট পোহাতে হবে না। -টাইম ম্যাগাজিন অবলম্বনে।
×