ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বুলবুল ভাই আসলে আমি দাঁড়িয়ে থাকতাম : আব্দুল আজিজ

প্রকাশিত: ০৩:৩৭, ২৪ জানুয়ারি ২০১৯

বুলবুল ভাই আসলে আমি দাঁড়িয়ে থাকতাম :   আব্দুল আজিজ

অনলাইন রিপোর্টার ॥ বুলবুল ভাই আমার খুব বেশী রকমের শ্রদ্ধার পাত্র ছিলেন। চলচ্চিত্রে উনার মত খুব কম লোকই আছেন যাকে মন থেকে এই রকম শ্রদ্ধার করি। এর একটা উদাহরন দেই। আমার অনেকগুলি সিনেমার গীতিকার ও সুরকার উনি। উনি অফিসে আসলে আমি দাঁড়িয়ে থাকতাম। উনি না বসা পর্যন্ত বসতাম না। আর উনি আমাকে অনেক অনেক বেশি রকমের আদর করতেন। আর আদর করতেন বলেই শেষ কিছু বছর উনি আমার অনেকগুলি সিনেমার গান করেছেন। আমি সবাইকে বলতাম যে, আমরা এখন হয়তো বুলবুল ভাইকে যথাযথ মূল্যায়ন করছি না, কিন্তু ৫০ বছর পরে উনি হয়তো আবদুল আলিম, হাসন রাজা এই পর্যায়ে উঠে যাবে বা তারও উপড়ে। প্রতি রোজার ঈদে উনার বাসায় যেতাম। সালাম করতাম। বছরের অন্য সময় দেখা হোক বা কাজ হউক আর না হউক, প্রতি রোজার ঈদে উনার বাসায় যেতাম। সালাম করতাম। অনেকখন গল্প করতাম। এমনই এক ঈদের দিনে উনার মুক্তিযুদ্ধের সময়ের কিছু গল্প বলেছিলেন। তখন বলেছিলাম যে, উনার মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে সিনেমা বানাতে চাই। উনি রাজি হলেন। এবং এই গল্প উনি লিখে দিবেন বলে নিশ্চিত করলেন। পরে অনেক বার কথা হয়েছে, লিখি লিখছি ব্যস্ত বলে সময় চলে গেল। কাজটা আর শেষ হলো না। এভাবে হঠাৎ চলে যাবেন ধারণাই ছিল না। উনার আসলে দেশের জন্য আরও অনেক কিছু দেওয়ার ছিল। বুলবুল ভাই, আপনার সাথ আমার আরও অনেক কাজ বাকি রয়ে গেলো। বুলবুল ভাইয়ের সাথে আমার শেষ কথা হয় ৭-৮ দিন আগেই। উনি কলকাতা যাবেন, যে হোটেল বুক করে ছিলেন, শেষ মুহূর্তে তারা বুকিং বাতিল করার কারণে, সমস্যায় পরে যান। আমাকে হোটেল বুক করতে বলেন। আমি আমাদের নিয়মিত হোটেল (যেখানে আমাদের সব শিল্পীরা উঠেন) এ বুক করে দেই। আর হোটেল এ বলে দেই যে, উনি আমাদের দেশের খুবই সন্মানিত মানুষ, উনাকে যথাযথ সন্মান করতে। বুলবুল ভাই ঢাকা ফিরে এসে আমাকে ফোন করেছিলেন, ধন্যবাদ দিলেন। হোটেল খুব ভাল আর উনাকে অনেক সন্মানও করেছে। বুলবুল ভাই সম্পর্কে লিখতে গেলে আমার লিখা শেষ হবে না। পরে আরেক সময় স্মৃতিকথাগুলি লিখব। উনি কেমন ট্যালেন্ট ছিলেন, শুধু একটি ঘটনা বা লিখাতেই সবাই সহজেই বুঝতে পারবেন। সেই লিখাটা খুব শীঘ্রই লিখব। মন ভারাক্রান্ত হয়ে গেছে, আর লিখতে পারছি না। বুলবুল ভাই, আপনি যেখানেই থাকুন, ভাল থাকুন, সুন্দর থাকুন।
×