ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেখ জামালকে বিধ্বস্ত করে মুক্তিযোদ্ধার চমক

প্রকাশিত: ০৭:০৩, ২৪ জানুয়ারি ২০১৯

শেখ জামালকে বিধ্বস্ত করে মুক্তিযোদ্ধার চমক

নীতিশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ থেকে ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের সর্বশেষ আসরে রানার্সআপ হয়েছিল শেখ জামাল ধানম-ি ক্লাব। আর ১২ দলের মধ্যে একাদশ স্থান নিয়ে কোনমতে রেলিগেশন এড়িয়েছিল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। এবারের মৌসুমের দলবদলের বাজারেও দু’বারের লীগ চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধার চেয়ে শক্তির নিরিখে ঢের এগিয়ে ছিল তিনবারের লীগ শিরোপাধারী জামাল। অথচ মাঠের খেলায় অসাধারণ খেলে বিস্ময়করভাবে জামালকেই কি না ৩-০ গোলে বিধ্বস্ত করে চমক দেখালো মুক্তিযোদ্ধা। বাংলাদেশ প্রিমিয়ার লীগের গোপালগঞ্জ ভেন্যুর উদ্বোধনী খেলায় বাল্লো ফামৌসার অনবদ্য হ্যাটট্রিকে মুক্তিযোদ্ধা পূর্ণ তিন পয়েন্ট পেয়ে শুভসূচনা করে। বুধবার বিকেল আড়াইটায় মুক্তিযোদ্ধার নিজস্ব ভেন্যু গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় মুক্তিযোদ্ধার আইভরি কোস্টের ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড ৪৪, ৬৭ ও ৮৯ মিনিটে গোলগুলো করেন। চলতি লীগে এটাই হচ্ছে প্রথম হ্যাটট্রিক। তবে শেখ জামালের খেলোয়াড়রাও সুযোগ পেয়েছেন গোল করার, কিন্তু কাজে লাগাতে পারেননি।
×