ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওয়ানডেতে নতুন মুখ নাঈম, বাদ ইমরুল, রনি, অপু, দুই দলেই ফিরলেন তাসকিন, বাদ আরিফুল

নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

প্রকাশিত: ০৭:০১, ২৪ জানুয়ারি ২০১৯

নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী মাসেই নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবারের সফরে ৩টি করে ওয়ানডে ও টেস্ট খেলবে। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ শেষ হওয়ার পরই সে জন্য নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দিতে হবে ওয়ানডে দলকে। কারণ ১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সফরের। নিউজিল্যান্ডের কন্ডিশন, উইকেট পরিস্থিতি বিবেচনায় এবার দলে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। ১৫ সদস্যের ওয়ানডে দলে সবচেয়ে বড় চমক হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান ও পেসার তাসকিন আহমেদের ফেরা। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকার পরও ওপেনার ইমরুল কায়েসের বাদ পড়া এবং চলমান বিপিএলে ভাল কোন ইনিংস খেলতে না পেরে সৌম্য সরকারের দলে থাকা আলোচনার জন্ম দিয়েছে। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু অতীত নৈপুণ্য, নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা এবং গতিময় বাউন্সি উইকেটের বিবেচনায় দল গড়া হয়েছে বলেই দাবি করেছেন। অপরদিকে ১৫ সদস্যের টেস্ট দলে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল, পেসার আবু জায়েদ রাহী ও তাসকিন। তবে নান্নু জানিয়েছেন টেস্ট দলে আরেকজন পেসারকে নেয়া হবে টেস্ট সিরিজ শুরুর আগেই। উভয় দলে যেমন তাসকিন ফিরেছেন, তেমনি বাদ পড়েছেন লেটঅর্ডারে ব্যাট করতে সক্ষম অলরাউন্ডার আরিফুল হক। নিউজিল্যান্ডে এর আগে ২০১৬-১৭ সালে নিউজিল্যান্ড সফরে দীর্ঘ সময় কাটিয়েছিল বাংলাদেশ দল। সেবার দীর্ঘ সেই সফরে আবহাওয়া, পরিবেশ ও পরিস্থিতির কারণে ইনজুরির মিছিল ছিল লম্বা। এবার তাই অনেককিছু মাথায় রেখেই দল ঘোষণা করেছেন নির্বাচকরা। আর সে কারণেই ওয়ানডে দলে ফিরেছেন সাব্বির এবং থেকে গেছেন সৌম্য, কিন্তু বাদ পড়েছেন ইমরুল। এ বিষয়ে দল ঘোষণার সময় নান্নু বলেন, ‘এর আগে আমরা দীর্ঘ সময় নিউজিল্যান্ডে থেকে অনেক সমস্যায় পড়েছি। সে জন্য এবার সবকিছু চিন্তা-ভাবনা করেই দল দেয়া হয়েছে। এবারও অনেক লম্বা সময় থাকতে হবে। তাই টেস্ট দলে আমরা আরেকজন পেসারকে নেব। ফিটনেস সমস্যার কারণে এই মুহূর্তে তাকে আমরা নিতে পারিনি। পরিস্থিতি বিবেচনার পর সিদ্ধান্ত হবে কাকে নেয়া যায়। আর সাব্বিরকে নেয়া হয়েছে অধিনায়কের পছন্দে। সে ৬/৭ নম্বরে এমন কাউকে চেয়েছে যার পক্ষে নিউজিল্যান্ডের পেস আক্রমণের বিরুদ্ধে মেরে খেলা সম্ভব হবে।’ তবে ইমরুলের বাদ পড়াটা আলোচনার জন্ম দিয়েছে। গত সেপ্টেম্বরে এশিয়া কাপে তিনি জাতীয় দলে ফেরার পর থেকেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। বিশেষ করে জিম্বাবুইয়ের বিপক্ষে ঘরোয়া সিরিজের তিন ওয়ানডেতে দুটি সেঞ্চুরি ও একটি ৯০ রানের ইনিংস খেলেছিলেন। পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ খেলে অবশ্য ভাল করতে পারেননি। এরপরও তাকে বাদ দেয়া, আর সৌম্য চলতি বিপিএলে একেবারে চরম ব্যর্থতা দেখিয়ে টিকে যাওয়া প্রশ্নের জন্ম দেয়। এ বিষয়ে নান্নু বলেন, ‘জাতীয় দলের জন্য আমাদের ৩২ জনের যে পুল আছে কেউ কিন্তু নজরের বাইরে নেই। সবাই খেলার উপযুক্ত। আমাদের নিউজিল্যান্ড সফর আছে, এরপর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে হবে এবং তারপর আছে বিশ্বকাপ। কাজেই ইমরুলের অবশ্যই সুযোগ আছে। আমরা সৌম্যকে রেখেছি নিউজিল্যান্ডের পেস ও বাউন্সি উইকেটে ভাল খেলার সামর্থ্য বিবেচনা করে। তার আগে খেলার অভিজ্ঞতাকে এক্ষেত্রে বিবেচনা করা হয়েছে। বিপিএলতো ক্ষুদ্র ফরমেট, এখানে অনেক কিছুই হতে পারে। কিন্তু ৫০ ওভারের ফরমেটে সে এখন ভাল করছে।’ দীর্ঘ একটি সফর বিবেচনায় ওয়ানডে দলে টানা হয়েছে তরুণ অফস্পিনার নাঈম হাসানকে। দুই টেস্ট খেলে যেমন নিজের যোগ্যতা প্রমাণ করেছেন এ ১৮ বছর বয়সী ক্রিকেটার, তেমনি চলমান বিপিএলে দারুণ মিতব্যয়ী বোলিংয়ের কারণে ওয়ানডে দলে বিবেচিত হয়েছেন। তাছাড়া টানা আন্তর্জাতিক সূচী মাথায় রেখে মেহেদী হাসান মিরাজের বিকল্প হিসেবেও নাঈমকে প্রস্তুত রাখার পরিকল্পনা নির্বাচকদের। এবার বিপিএলে সবচেয়ে নজরকাড়া বোলিং করেছেন পেসার তাসকিন আহমেদ। গতির ঝড় দেখিয়েছেন তিনি এবং ১৪ উইকেট তুলে নিয়েছেন ৭ ম্যাচে যা চলতি আসরে দ্বিতীয় সর্বাধিক। এ কারণে নিউজিল্যান্ড সফরে উভয় দলেই ঠাঁই পেয়েছেন তিনি। গত বছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ খেলা তাসকিন সর্বশেষ ওয়ানডে ও টেস্ট খেলেছেন ২০১৭ সালের সেপ্টেম্বর-অক্টোবরে। ইনজুরির কারণে ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত খেলতে পারেননি। এবার অবশ্য বিসিএল খেলেছেন। তবে বিপিএলে এসে জ্বলে উঠেছেন পুরনো রূপে। ২৩ বছর বয়সী এ পেসার আগুনে বোলিং করে আবার নিজেকে ফিরে পাওয়ার ইঙ্গিতটা ভালভাবেই দিয়েছেন। তার বিষয়ে নান্নু বলেন,‘তাসকিন ইনজুরি থেকে ফিরে এখন বেশ ভাল করছে। আমরা আশা করছি তার যেহেতু বলে অনেক গতি আছে, নিউজিল্যান্ডের গতিময় ও বাউন্সি উইকেটে বেশ ভাল করতে পারবেন তিনি। আর নাঈমকে মিরাজের বিকল্প হিসেবে প্রস্তুত করছি। তাছাড়া নিউজিল্যান্ড দলে বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটসম্যান আছেন, ডানহাতি অফস্পিনার হিসেবে নাঈম কার্যকর হবেন বলেই আমরা মনে করছি।’ উভয় দল থেকেই ছিটকে গেছেন আরিফুল ও অপু। পেস উইকেটের কারণেই পেসার আধিক্যে বাঁহাতি স্পিনার অপু ছিটকে গেছেন। আর আরিফুল দীর্ঘদিন ওয়ানডে, টি২০ ও টেস্ট দলে থাকলেও প্রত্যাশামাফিক নৈপুণ্য প্রদর্শনে ব্যর্থ হয়ে বাদ পড়লেন। পেসার আবু হায়দার রনিও ফর্মের কারণেই বাদ পড়েছেন। ইনজুরির কারণে গত দুই সিরিজে টেস্ট খেলতে না পারা নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবাল এবার টেস্ট দলে ফিরেছেন। পেসার আবু জায়েদ রাহীও ফিরেছেন দুই সিরিজ পরেই। ২৮ ফেব্রুয়ারি শুরু হবে ৩ টেস্টের সিরিজ। ওয়ানডে দল ॥ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম (্উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। টেস্ট দল ॥ সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহঅধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম অনিক, লিটন কুমার দাস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী ও তাসকিন আহমেদ।
×