ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রায় মেনে নিয়েছেন জুভেন্টাসের পর্তুগীজ সুপারস্টার

কারাদণ্ড হলেও জেল খাটতে হচ্ছে না রোনাল্ডোর

প্রকাশিত: ০৬:৫৮, ২৪ জানুয়ারি ২০১৯

কারাদণ্ড হলেও জেল খাটতে হচ্ছে না রোনাল্ডোর

স্পোর্টস রিপোর্টার ॥ বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ক্ষেত্রেও এমন হয়েছিল। আর্জেন্টাইন অধিনায়ক কর ফাঁকি মামলায় ফেঁসে যাওয়ার পর তাকে জেল ও জরিমানা দিয়েছিল স্পেনের আদালত। কিন্তু বিশেষ নিয়মের কারণে হাজতবাস করতে হয়নি ক্ষুদে জাদুকরকে। মেসির মতো একই সুবিধা পেয়েছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কর ফাঁকি মামলায় জেল ও জরিমানা হওয়ার পরও হাজতবাস করতে হচ্ছে না জুভেন্টাসের পর্তুগীজ সুপারস্টারকে। মঙ্গলবার কর ফাঁকি মামলায় মাদ্রিদের আদালতে দোষী সাব্যস্ত হয়ে প্রায় দুই বছরের (২৩ মাস) কারাদ- হয় সাবেক রিয়াল মাদ্রিদ তারকার। রোনাল্ডোর উপস্থিতিতেই মামলার শুনানি ও রায় হয়। রায় মেনে নিলেও স্প্যানিশ আইনের বিশেষ সুবিধার কারণে জেল খাটতে হবে না পাঁচবারের ফিফা সেরা ফুটবলারকে। স্পেনে ফৌজদারি অপরাধ ছাড়া অন্য মামলায় দুই বছর বা এর কম কারাদ-ের রায় হলে কাউকে জেল খাটতে হয় না। রিয়াল মাদ্রিদে থাকাকালীন কর ফাঁকির অভিযোগে ২০১৭ সালে এই মামলা দায়ের করা হয়। মামলার রায়ে জেলে ঢুকতে না হলেও বড় অঙ্কের অর্থ জরিমানা ঠিকই গুনতে হবে রোনাল্ডোকে। টাকার অঙ্কে প্রায় এক কোটি ৮৮ লাখ ইউরো। তবে রায়ের পর ‘সবকিছু ঠিকঠাক আছে’ জানিয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি। এ সময় তার বান্ধবী জর্জিনা রড্রিগুয়েজ পাশেই ছিলেন। জানা গেছে, ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রায় এক কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ২০১৭ সালে গঠিত সেই অভিযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজিরা দিতে চেয়েছিলেন এই সুপারস্টার। পরে নিজের গাড়িতে করে আদালতে ঢোকার অনুমতি চাইলেও বিচারক নামঞ্জুর করায় ব্যর্থ হন। তবে আদালতের সঙ্গে আগেই সমঝোতায় পৌঁছে যাওয়ায় দ্রুত সময়ের মধ্যে রায় ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। একই ধরনের অপরাধে মেসিরও ২১ মাসের কারাদ- ও জরিমানা হয়েছিল। আদালতের কার্যক্রম শেষ হওয়ার পর মূল ফটক দিয়ে বের হওয়া মাত্রই রোনাল্ডোকে প্রশ্নবাণে জর্জরিত করেন উপস্থিত সাংবাদিকরা। কিন্তু তেমন কিছুই বলেননি সিআর সেভেন। গাড়িতে উঠতে উঠতে তিনি বলেন, ‘সবকিছু ঠিক আছে’। শুধু রোনাল্ডোই নন, একই দিনে প্রায় একই মামলায় মাদ্রিদ আদালতে আসেন রিয়ালের সাবেক ফুটবলার জাভি এ্যালানসো। অভিযোগ প্রমাণিত হলে পাঁচবছর জেল হতে পারে স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা সাবেক এই মিডফিল্ডারের। শুধু কর ফাঁকি নয়, সাম্প্রতিক সময়ে ধর্ষণের মামলা নিয়েও মহাঝামেলায় আছেন রোনাল্ডো। গত বছরের শেষ দিকে রোনাল্ডোর বিরুদ্ধে মার্কিন মডেল ক্যাথরিন মায়োর্গার করা ধর্ষণের মামলা নতুন করে চালু হয়েছে। এ জন্য ইতালিয়ান কর্তৃপক্ষের কাছে রোনাল্ডোর ডিএনএ চেয়ে পাঠিয়েছে লাস ভেগাসের পুলিশ। স্বাভাবিকভাবেই ‘খুব ভাল আছি’ বললেও আসলে স্বস্তিতে নেই রোনাল্ডো। আদালত প্রাঙ্গণে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে সুদর্শন সুপারস্টারকে। হয়তো মনের কোণে বয়ে চলা ঝড় থামাতে এমন ‘অভিনয়’ করে চলেছেন।
×