ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাকসু নির্বাচনের দাবিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

প্রকাশিত: ০৬:৪৮, ২৪ জানুয়ারি ২০১৯

চাকসু নির্বাচনের দাবিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

চবি সংবাদদাতা ॥ অবিলম্বে চাকসু নির্বাচন অনুষ্ঠানের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বুধবার দুপুরে চবির জয় বাংলা ভাস্কর্য চত্বরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ভোটার তালিকা হালনাগাদ, গঠনতন্ত্রের যুগোপযোগী সংশোধন, অবিলম্বে তফসিল ঘোষণা ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি ধীষণ প্রদীপ চাকমার সভাপতিত্বে সাধারণ সম্পাদক গৌরচাঁদ ঠাকুরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মাহবুবা জাহান রুমি, দফতর সম্পাদক জিতায়ন চাকমা, প্রচার ও প্রকাশ বিষয়ক সম্পাদক সৌরভ ধর এবং প্রত্যয় নাফাক। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ বিঘিœত হচ্ছে। আমতলী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৩ জানুয়ারি ॥ আমতলী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষদিন ৩১ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ৩ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি ও ভোট গ্রহণ ২৮ ফেব্রুয়ারি। প্রজ্ঞাপন জারির খবরে আমতলী পৌরসভার সাধারণ মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে। জানা গেছে, ২০১১ সালে আমতলী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়াদ শেষে ২০১৬ সালে নির্বাচন হওয়ার কথা। ওই সময় স্থানীয় মজনু মৃধা সীমানা জটিলতা নিয়ে উচ্চ আদালতে একটি মামলা দায়ের করেন। উচ্চ আদালতের মামলাটি গত বছর নবেম্বরে নিষ্পত্তি হয়। মামলা জটিলতায় গত তিন বছর নির্বাচন হয়নি।
×