ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাবিপ্রবিতে দুই ভুয়া পরীক্ষার্থী আটক

প্রকাশিত: ০৬:৪৫, ২৪ জানুয়ারি ২০১৯

হাবিপ্রবিতে দুই ভুয়া পরীক্ষার্থী আটক

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা ২ ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে প্রশাসন। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ দিনের সাজা দেয়া হয়েছে। এ নিয়ে ২ দিনে চার ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন- মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থী ফারাজুল হক ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘ল’-এর সাবেক শিক্ষার্থী আরমান হাসান। তাদের দু’জনেরই বাড়ি বরিশাল জেলায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. খালিদ হাসান জানান, বুধবার সকালে ‘এ’ ইউনিটের পরীক্ষা দেয়ার সময় আইডি কার্ডের ছবির সঙ্গে তাদের ছবির মিল পাওয়া যায়নি। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা অন্যের হয়ে পরীক্ষা দেয়ার বিষয়টি জানায়। পরে তাদের আটক করা হয়। আটকদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে আদালত তাদের ৪৫ দিনের কারাদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস এ আদেশ দেন। টাকা লেনদেনও করা হয় এমন তথ্য পেয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
×