ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরে ৩ দিনব্যাপী ভূমি উন্নয়ন করমেলা শুরু

প্রকাশিত: ০৬:৩৬, ২৪ জানুয়ারি ২০১৯

শেরপুরে ৩ দিনব্যাপী ভূমি উন্নয়ন করমেলা শুরু

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৩ জানুয়ারি ॥ জনবান্ধব ভূমি সেবা প্রদান ও সহজীকরণের লক্ষ্যে শেরপুরে ৩ দিনব্যাপী ভূমি উন্নয়ন করমেলা শুরু হয়েছে। বুধবার দুপুরে শহরের মাধবপুর এলাকার সদর উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচী ও ভূমি সংস্কার বোর্ডের উদ্যোগে ভূমিসংক্রান্ত সেবাসমূহ জনগণের দোরগোড়ায় স্বল্পসময়ে পৌঁছে দেয়ার লক্ষ্যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু করা হয়েছে। এর অংশ হিসেবে সকল উপজেলা ভূমি কার্যালয়ে ই-নামজারি চালু করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজে ও স্বল্পসময়ে তাঁদের জমির নামজারির কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এ ছাড়া ভূমি কার্যালয় থেকে ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। উদ্বোধনী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বি এম এহছানুল মামুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ। জেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা ভূমি কার্যালয় ওই মেলার আয়োজন করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বি এম এহছানুল মামুন জানান, সাধারণ মানুষকে ভূমিসংক্রান্ত নানা বিষয়ে সম্যক ধারণা দিতে ভূমি উন্নয়ন কর মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৬টি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকলের জন্য মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। আগামী শুক্রবার ৩ দিনব্যাপী ওই মেলা শেষ হবে। উদ্বোধনী দিনে মেলায় অনেক সেবাগ্রহীতার ভিড় দেখা গেছে।
×