ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাণিজ্যমেলায় দর্শনার্থী বেশি, বিক্রি কম

প্রকাশিত: ০৬:৩৫, ২৪ জানুয়ারি ২০১৯

বাণিজ্যমেলায় দর্শনার্থী বেশি, বিক্রি কম

অর্থনৈতিক রিপোর্টার ॥ কাশ্মিরী শাল, চাদরের স্টলগুলোতে রয়েছে ক্রেতাদের বেশ উপস্থিতি। দেশী-বিদেশী বিভিন্ন শালের খোঁজখবর নিতে ক্রেতাদের বেশ আগ্রহ দেখা যায়। তবে বিভিন্ন বিক্রেতারা জানান, গতবারের চেয়ে ক্রেতা দর্শনার্থীর চাপ বেশি তবে অনেক ধীর গতিতে চলছে বিক্রি। কাশ্মিরী শাল, কুর্তি কিংবা বিছানার চাদর। এসব বিশেষায়িত পণ্যের প্রতি বাড়তি ঝোঁক অনেকেরই। প্যাভিলিয়নে ক্রেতা দর্শনার্থীর ব্যস্ততাও এসব পণ্য ঘিরে। ৩শ’ থেকে পনেরো হাজার টাকায় বিক্রি হচ্ছে কাশ্মিরী শাল। আর বিছানার চাদর এক থেকে চার হাজার টাকা পর্যন্ত। কুর্তি মিলছে এক হাজার থেকে দুই হাজার টাকায়। এসব পণ্যের মান নিয়ে সন্তুষ্ট থাকলেও দাম নিয়ে রয়েছে ক্রেতাদের অভিযোগ। তবে এসব স্টলে দর্শনার্থীদের ভিড় থাকলেও এখনও তেমন বিক্রি হচ্ছে না বলে জানান বিক্রেতারা। মেলার শেষের দিকে বিক্রির পরিমাণ বাড়বে বোলে মনে করছেন ব্যবসায়ীরা।
×