ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকে বড় উত্থান

প্রকাশিত: ০৬:৩২, ২৪ জানুয়ারি ২০১৯

পুঁজিবাজারে সূচকে বড় উত্থান

অর্থনৈতিক রিপোর্টার ॥ সূচকের বড় ধরনের উত্থানের চাঙ্গাভাব অব্যাহত আছে দেশের দুই পুঁজিবাজারে। বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৯ পয়েন্ট, অবস্থান করছে ৫ হাজার ৯২৫ পয়েন্টে। যা গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ১৮ ফেব্রুয়ারি ডিএসইএক্স সূচক হয় ৫ হাজার ৯৪০ পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ২১২ পয়েন্টে। লেনদেন হয়েছে ৪৭ কোটি ৭৬ লাখ টাকার। গত মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৩৫ কোটি ৯৫ লাখ টাকা। জানা গেছে, ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের পর থেকেই বাজার চাঙ্গা। দু-একদিন ছাড়া প্রায় প্রতিদিনই বাড়ছে সূচক। ভোটের পর ডিএসইএক্স প্রায় ৫০০ পয়েন্ট বেড়েছে। ১ জানুয়ারি ডিএসইর এই সূচক ছিল ৫ হাজার ৪৩০ পয়েন্ট। বুধবার তা ৫ হাজার ৯২৫ পয়েন্টে উঠেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, ভোটের পর দুই বাজারেই লেনদেনেও বেশ গতি এসেছে। বেশিরভাগ দিন ডিএসইতে হাজার কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। সিএসইর সূচক ও লেনদেনও বেড়েছে একই গতিতে। বুধবার ডিএসইতে ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের এই অংক মঙ্গলবারের চেয়ে ১৫৪ কোটি ৫৯ লাখ টাকা বেশি। লেনদেনে অংশ নিয়েছে ৩৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১৫০টির। আর অপরিবর্তিত রয়েছে ৩১টির দর। বুধবার নিয়ে চলতি সপ্তাহে চার দিনের তিন দিনই সূচক বাড়ল দুই বাজারে। এদিন তালিকাভুক্ত ৩০ ব্যাংকের মধ্যে সবগুলোর দামই বেড়েছে। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫৯ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯২৫ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩২১ পয়েন্টে। আর ডিএস৩০ ১৬ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৩ পয়েন্টে। বুধবার লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, আইএফআইসি ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, লিগ্যাসি ফুটওয়্যার, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড ও সায়হাম কটন। দর বাড়ার শীর্ষে যে ১০ কোম্পানি, সেগুলো হলো ইউনাইটেড ফাইন্যান্স, আইএফআইসি ব্যাংক লিমিটেড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড, ঢাকা ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, কর্ণফুলী, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, বিডি অটো কার ও প্রিমিয়ার লিজিং। দর কমার শীর্ষে যে ১০ কোম্পানি, সেগুলো হলো ড্যাফোডিল কম, নর্দান জুট ম্যানুফ্যাকচারিং, এসএস স্টিল, জেমিনি সি ফুড, আইসিবিএএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, আলহাজ টেক্সটাইল, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ন্যাশনাল টি কোম্পানি ও এমআই সিমেন্ট। অন্যদিকে সিএসইতে ৪৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ১১ কোটি ৮২ লাখ টাকা বেশি। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০৪ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ২১২ দশমিক ১৬ পয়েন্টে।
×