ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাতারে তালেবান প্রতিনিধিদের সঙ্গে মার্কিন দূতের বৈঠক

আফগান ঘাঁটিতে হামলার মূলহোতাসহ নিহত ৮

প্রকাশিত: ০৬:৩০, ২৪ জানুয়ারি ২০১৯

আফগান ঘাঁটিতে হামলার মূলহোতাসহ নিহত ৮

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় প্রদেশ মাইদান ওয়ারদাক এলাকায় প্রধান গোয়েন্দা সংস্থার এক অভিযানে আফগান বাহিনীর সামরিক ঘাঁটিতে হামলার কমান্ডার নিহত হয়েছেন বলে ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটির (এনডিসি) কর্মকর্তারা বুধবার জানিয়েছেন। এই সপ্তাহে পূর্বাঞ্চলীয় এলাকায় রক্তক্ষয়ী ওই হামলার তিনি মূলহোতা ছিলেন। -সিনহুয়া ও এএফপি। দেশটির গোয়েন্দা সংস্থা এনডিসি জানায়, তালেবান কমান্ডার নোমান ও অপর সাত সন্ত্রাসী মাইদান ওয়ারদাক প্রদেশের মাইদান শার এলাকায় মঙ্গলবার রাত ১১টা ১২মিনিটে এক বিমান হামলার নিহত হয়েছেন। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নোমান জাতীয় গোয়েন্দা সংস্থার ঘাঁটিতে আত্মঘাতী হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন। তিনিসহ আরও সাতজনকে টার্গেট করে তাদের চিহ্নিত করতে এনডিসি বাহিনীর একটি অভিযানমূলক কাজ চলছিল। এনডিসি সন্ত্রাসী দলটিকে অনুসরণ করে এবং তাদের সবাইকে হত্যা করে। কমান্ডারের নিহত হবার বিষয়ে তালেবানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন নিশ্চিত খবর পাওয়া যায়নি। মঙ্গলবার গোয়েন্দা সংস্থাটি জানিয়েছে, সোমবার তালেবানের আত্মঘাতী বোমা হামলাকারী ঘাঁটির অভ্যন্তরে বিস্ফোরক ভর্তি একটি সামরিক গাড়ি ছিনতাই করে এবং মূলভবনের কাছে তার বিস্ফোরণ ঘটায়। হামলায় ৩৬ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন। যাদের অধিকাংশই গোয়েন্দা সংস্থাটির কর্মকর্তা। আফগান সামরিক কর্মকর্তারা মাইদান ওয়ারদাক প্রদেশের রাজধানী মাইদান শার এলাকার ওই ঘাঁটিতে হামলার প্রতিশোধ নিতে সুস্পষ্ট সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতেই বিমান হামলা চালায়। রাজধানী কাবুল থেকে এলাকাটি ৩৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। তবে সামরিক ঘাঁটিতে হামলায় আফগান কর্মকর্তাদের নিহতের সংখ্যা নিয়ে অপর সরকারী ও নিরাপত্তা সূত্রের কাছ থেকে পাওয়া সংখ্যার চেয়ে কম বলে জানা গেছে। সোমবার এক সিনিয়র প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর ১২৬ সদস্য ওই হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার দুই উর্ধতন নিরাপত্তা কর্মকর্তা বলেন, এনডিসির প্রশিক্ষিত অন্তত ৭২ জন নিহত ও অপর ৩৮ জন গুরুতর আহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র তালেবানের সঙ্গে কাতারে মার্কিন দূতের বৈঠকের কথা নিশ্চিত করেছে। জঙ্গীরা নতুন করে একটি ভয়াবহ হামলা চালানোর দাবি করা সত্ত্বেও আফগানিস্তান যুদ্ধের অবসানে মধ্যস্থতা করার চেষ্টায় মঙ্গলবার তারা এ বৈঠক করে। মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, আফগান সমস্যার সমাধান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জালমে খালিলজাদ মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় তালেবান প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে মার্কিন বিশেষ প্রতিনিধি খালিলজাদ এবং আন্তঃ সংস্থার একটি দল তালেবান প্রতিনিধিদের সঙ্গে আজ দোহায় আলোচনা করে।’ তিনি আরও জানান, দুদিনের বেশি সময় ধরে এ আলোচনা হচ্ছে। খলিলজাদ তালেবানের সঙ্গে বিভিন্ন সময়ে বসলেও এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সরাসরিভাবে তার বৈঠকের খবর নিশ্চিত করলো।
×