ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

’৩০ সালের মধ্যে বঙ্গবন্ধু হাইটেক সিটির উন্নয়ন কাজ সম্পন্ন হবে ॥ পলক

প্রকাশিত: ০৬:০০, ২৪ জানুয়ারি ২০১৯

’৩০ সালের মধ্যে বঙ্গবন্ধু হাইটেক সিটির উন্নয়ন কাজ সম্পন্ন হবে ॥ পলক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী ২০৩০ সালের মধ্যে গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটির উন্নয়ন কাজ শতভাগ সম্পন্ন হবে। ইতোমধ্যে এ সিটির ৫০ ভাগ উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। এ হাইটেক সিটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে এখানে এক লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে এবং ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে। তিনি বুধবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটি পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বর্তমানে ৩৫৫ একর এ সিটিকে আরও বর্ধিত করা হবে। ইতোমধ্যে দেশে বিদেশে এ সিটির চাহিদা বেড়েছে। বঙ্গবন্ধু হাইটেক সিটির উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। এ সিটির ৭ একর জায়গায় টিআর-ফোর মানের একটি ডেটা সেন্টারের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ২০ একর জায়গায় টেকনো সিটির দুটো ভবন নির্মাণ হচ্ছে।
×