ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিঙ্গাপুরে এরশাদের শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশিত: ০৫:৫৯, ২৪ জানুয়ারি ২০১৯

সিঙ্গাপুরে এরশাদের শারীরিক অবস্থার উন্নতি

স্টাফ রিপোর্টার ॥ সিঙ্গাপুরে চিকিৎসাধীন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার উন্নতি ঘটছে জানিয়ে তার ছোট ভাই জিএম কাদের বলেছেন, তিনি বুধবার হাসপাতালে হাঁটাহাঁটি করেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাদের আশা প্রকাশ করেন, এরশাদ দ্রুত সুস্থ হয়ে দেশ ও জাতির কল্যাণে আবারও ভূমিকা রাখবেন। স্বাভাবিক জীবন-যাপন করতে পারবেন। বুধবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে কেন্দ্রীয় যুগ্ম-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসিবুল ইসলাম জয়ের উদ্যোগে এরশাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় এবং লিভারের সমস্যার উন্নত চিকিৎসা নিতে রবিবার সিঙ্গাপুরে যান জাপা চেয়ারম্যান এরশাদ। গুরুতর অসুস্থ এরশাদকে সেদিন হুইল চেয়ারে করে বারিধারার পার্ক রোডের বাসার নিচতলায় নামিয়ে আনেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। অন্যবারের মতো তিনি সেদিন দলের নেতাকর্মীদের উদ্দেশে কিছু বলে যেতে পারেননি। দলের প্রেসিডিয়াম সদস্য খালেদ আখতার, এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং মোর্শেদের স্ত্রী রুখসানা খান মোর্শেদও সেদিন তার সঙ্গে সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুর যাওয়ার পর থেকে এরশাদকে নিয়ে নানা ধরনের গুজব শুরু হয়। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে এরশাদের মৃত্যুর গুঞ্জন শুরু এরশাদের ভাগনি জামাই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, আমি কিছুক্ষণ আগে টেলিফোনে উনার সঙ্গে কথা বলেছি। উনার অবস্থা আগের চেয়ে ভাল। ফেসবুকের খবর সত্য নয়। পরে এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী সংবাদমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে একই কথা বলেন। জিএম কাদের বলেন, কোটি কোটি মানুষের ভালবাসায় সিক্ত হুসেইন মুহম্মদ এরশাদ তার কর্ম দিয়েই মানুষের হৃদয় জয় করেছেন। এরশাদের আকাশচুম্বী জনপ্রিয়তা ইতোমধ্যেই প্রমাণ হয়েছে। কোন নেতার অসুস্থতায় কোটি মানুষের কান্নার রোল এটা শুধু এরশাদের বেলায় প্রমাণিত। এ সময় জাতীয় পার্টির মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘শুধু দেশে নয়, সারা বিশ্বেই হুসেইন মুহম্মদ একজন জনপ্রিয় নেতা। সবাই তাকে ভালবাসেন। সারাদেশের নেতাকর্মীরা রাত দিন ফোন করে তার খবর নিচ্ছেন। তিনি সবাইকে গুজবে কান না দেয়ার পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য- অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, ফখরুজ্জামান জাহাঙ্গীর, নাজমা আখতার, ইকবাল হোসেন রাজু, হেনা খান, মোস্তাকুর রহমান মোস্তাক, শফিউল্লাহ শফি, ফখরুল আহসান শাহজাদা, মোঃ হেলাল উদ্দিন প্রমুখ। সংরক্ষিত মহিলা আসনের সদস্য মনোনয়নে পার্লামেন্টারি বোর্ড গঠিত ॥ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী যাচাই-বাছাই করার জন্য ৮ সদস্যের পার্লামেন্টারি বোর্ড গঠন করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই কমিটির অনুমোদন দিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপিকে বোর্ডের চেয়ারম্যান এবং মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে সদস্য সচিব করা হয়েছে। অন্য সদস্যরা হচ্ছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এমএ সাত্তার, গোলাম কিবরিয়া টিপু এমপি, এ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মাহমুদুল হাসান চৌধুরী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি এবং লেফটেন্যান্ট জেনারেল (অব) মাসুদ উদ্দীন চৌধুরী এমপি।
×