ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দলের এক নেতার কোটের কলার চেপে ধরলেন ফখরুল

প্রকাশিত: ০৫:৫৭, ২৪ জানুয়ারি ২০১৯

দলের এক নেতার কোটের কলার চেপে ধরলেন ফখরুল

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জয় লাভের পর বগুড়া সফরে এসে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়লেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক পর্যায়ে তিনি দলেরই স্থানীয় এক নেতার কোটের কলার চেপে ধরেন। এ অবস্থায় দুজনের মধ্যে বাদানুবাদ হয়। জানা গেছে, বগুড়া সদর আসন থেকে সদ্য অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত হয়ে এমপি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়ায় অভিষিক্ত হলেন। তাকে সংসদ সদস্য নির্বাচিত করায় দলীয় নেতাকর্মীসহ বগুড়াবাসীকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। নেতাকর্মীরা দাঁড়িয়ে ও করতালি দিয়ে তাকে এমপি হিসেবে অভিষিক্ত করেন। নির্বাচন পরবর্তী সফরে ঠাকুরগাঁও থেকে ঢাকা যাওয়ার পথে বিএনপি মহাসচিব বুধবার দুপুরে একটি বিলাসবহুল হোটেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। সভার শুরুতে জেলা বিএনপির সভাপতি বগুড়া সদর আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ায় মহাসচিবকে এমপি হিসেবে অভিনন্দন জানানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। মির্জা ফখরুল ৩০ ডিসেম্বরের নির্বাচনকে প্রহসন ও নিষ্ঠুর তামাশা বলে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে আওয়ামী লীগই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের সঙ্গে আওয়ামী লীগের আর সম্পৃক্ততা নেই, তারা জনশত্রুতে পরিণত হয়েছে। মতবিনিময় শুরুর আগে হোটেলের হলে পৌঁছানোর আগে দলীয় মহাসচিবের কর্মসূচীর বিষয় জানা না জানা নিয়ে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন লিফটের মধ্যে ঝগড়ায় জড়িয়ে পড়েন এবং এক জন অপরজনের বিরুদ্ধে আক্রমনাত্মক হয়ে উঠেন। এক পর্যায়ে দলের মহাসচিব মাঝে দাঁড়িয়ে তাদের থামানোর চেষ্টা করেন। এমনকি তার সঙ্গেও এক নেতার বাদানুবাদ হয়। ঝগড়া থামাতে মহাসচিবকে একজনের কোটের কলার পর্যন্ত ধরতে হয়। লিফট খোলার পর এই অবস্থা উপস্থিত নেতাকর্মীরা দেখতে পান। পরে দুজনকে নিয়ে মির্জা ফখরুল মঞ্চে ওঠেন। তিনি বলেন, নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করেছি। নির্বাচনের মাধ্যমে মানুষের সংগ্রাম ও মুক্তিযুদ্ধের চেতনাসহ একটি দল শুধু ক্ষমতায় থাকার জন্য সকল মূল্যবোধসহ অর্জনকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেন। ইতোপূর্বে দেশে এমন সঙ্কট আর আসেনি। শুধু আশা আকাক্সক্ষার ক্ষতি নয় নির্বাচন কমিশনের প্রতি আস্থা পর্যন্ত নষ্ট করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি এখন কোন্ পথে এগোবে তা নির্ধারণ করতে হবে। দেশ প্রজাতন্ত্র না একদলীয় শাসন চলছে তা সামনে এসেছে। তিনি আরও অভিযোগ করে বলেন এই সরকার, মূল্যবোধ, গণতন্ত্র ও ভাল কিছু বিশ্বাস করে না। তিনি বলেন এখন প্রধান লক্ষ্য দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে আনা। তিনি দলের নেতা কর্মীকে ঐক্যবদ্ধ ও সংগঠিত হয়ে গণতন্ত্র ভোটের অধিকার ফিরে পেতে হবে। এক্ষত্রে বগুড়া থেকে শুরুর আহ্বান জানান। নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা হিসেবে ঘোষণা দেয়া হলেও এখানে মির্জা ফখরুল ও জেলা বিএনপির সভাপতি ছাড়া অন্য কেউ বক্তব্য রাখেননি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, উপজেলা নির্বাচন নিয়ে দলীয়ভাবে কোন সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি।
×