ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরিশালে রিকসার লাইসেন্সের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ২২:৪২, ২৩ জানুয়ারি ২০১৯

বরিশালে রিকসার লাইসেন্সের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীতে বিকল্প কর্মসংস্থান ছাড়া ব্যাটারীচালিত রিকসা উচ্ছেদ না করা, প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের মাধ্যমে ব্যাটারীচালিত রিকসাকে চলাচলের অনুমতিসহ লাইসেন্স প্রদানসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদররোডে এ কর্মসূচি পালন করেছে ব্যাটারীচালিত রিকসা শ্রমিক মালিক-সংগ্রাম কমিটি, বরিশাল মহানগর রিকসা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতৃবৃন্দরা। জাহাঙ্গীর হোসেন দিদারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল বাসদের জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চত্রবর্তী, ইউনাইটেড কমিউনিস্টলীগ নেতা অধ্যাপক জলিলুর রহমান, বাংলাদেশ নৌ-যান ফেডারেশন সভাপতি আবুল হোসেন মাস্টার, বাবুল তালুকদার, শহিদুল ইসলাম, মহসিন মীর প্রমুখ। বক্তারা বলেন, বরিশাল নগরীতে ১০হাজার ব্যাটারীচালিত রিকসা শ্রমিক পরিবারে প্রায় অর্ধলক্ষাধিক সদস্য রয়েছে। এসব রিকসা উচ্ছেদ না করে প্রয়োজনীয় ডিজাইন পরিবর্তনের মাধ্যমে নিদিষ্ট সড়কে চলাচলের ব্যবস্থা করে লাইসেন্স দেয়ার জন্য বক্তারা সিটি মেয়রসহ প্রশাসনের কাছে আহবান করেন। এরপূর্বে নগরীর ফকিরবাড়ি সড়কস্থ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করা হয়।
×