ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সবে তো শুরু-সি আর সেভেন

প্রকাশিত: ০৭:৪৪, ২৩ জানুয়ারি ২০১৯

সবে তো শুরু-সি আর সেভেন

ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের জার্সিতে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত মৌসুমে স্পেনের রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান চ্যাম্পিয়নদের তাঁবুতে আসার পর কোন ট্রফি জিততে পারেননি পর্তুগিজ তারকা। ১৬ জানুয়ারি সেই বন্ধ্যত্ব ঘুচেছে। সৌদি আরবের জেদ্দায় ইতালিয়ান সুপার কাপের ফাইনালে এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে জয়ের নায়কও সি আর সেভেন। জুভদের একমাত্র গোলটি তিনি করেন। এ কারণে প্রথম জয়ের উৎসবটাও মনের মতো হয়েছে সুদর্শন এই পর্তুগিজের। ট্রফি জয়ের পর রোনাল্ডো জানিয়েছেন, এটা কেবল শুরু। আরও ট্রফি জিততে চান জুভেন্টাসের হয়ে। এমেরে কানকে বাজেভাবে ট্যাকেলের অপরাধে আইভরিকোস্টের মিডফিল্ডার ফ্র্যাংক কেসি ৭৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে বাকি সময়টা এসি মিলানকে ১০জন নিয়ে খেলতে হয়। এই ম্যাচের মধ্য দিয়ে রক্ষণশীল সৌদি আরবে নারী দর্শকরা প্রথমবারের মতো স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পায়। তবে যাদের সঙ্গে একজন বা ততোধিক করে পুরুষ ছিল কেবলমাত্র সেই নারীরাই প্রবেশের অনুমতি পেয়েছেন। ইতালিয়ান ফুটবল লীগ সভাপতি গায়েটানো মিচিশে এই বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। ম্যাচে ৬২ হাজার দর্শকের মধ্যে ১৫ হাজার নারী উপস্থিত ছিলেন। মিচিশে বলেন, এটা একটা চমৎকার সন্ধ্যা ছিল। দর্শকে ঠাসা স্টেডিয়ামটি যেন উৎসবে পরিণত হয়েছিল। আশা করি এদেশের সামাজিক বিবর্তনের জন্য এই ম্যাচটি উদাহরণ হয়ে থাকবে। যদিও ২৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার গরমে খেলোয়াড়দের বেশ বেগ পেতে হয়েছে। কিন্তু দিনের শেষে সুপার কাপের রেকর্ড অষ্টম শিরোপা নিয়েই ঘরে ফিরেছে জুভেন্টাস। ম্যাচের ৬১ মিনিটে হেডে জয়সূচক গোলটি করেন রোনাল্ডো। এসি মিলান এই ট্রফি জিতেছে সাতবার। মিলানের ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়াইন শেষ ২০ মিনিট মাঠে ছিলেন। এবারের দলবদলের বাজারে তার ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দেয়ার সম্ভাবনা আছে। গত গ্রীষ্মে তিনি তুরিন থেকে ধারে মিলানে যোগ দিয়েছিলেন। যদিও কোচ জেনারো গাট্টুসো জানিয়েছেন জ্বরের কারণে তাকে মূল একাদশে খেলানো সম্ভব হয়নি। ম্যাচ শেষে তৃপ্ত রোনাল্ডো বলেন, জুভেন্টাসের হয়ে এটাই আমার প্রথম শিরোপা। এজন্য আমি খুব খুশি। সত্যিকার অর্থেই আমি এটি অর্জন করতে চেয়েছিলাম। ২০১৯ ভালভাবে শুরু করার জন্য এর প্রয়োজন ছিল। এটা কেবল শুরু, আমাদের ধাপে ধাপে এগোতে হবে। আমরা এই শিরোপা জিতেছি, এখন পরবর্তী শিরোপা অর্জনের জন্য আমাদের কঠোর পরিশ্রম করাটা অবশ্যই ধরে রাখতে হবে। এই শিরোপার মাধ্যমে আমরা পরবর্তী শিরোপা জয়ের স্বপ্ন দেখতেই পারি। ইংল্যান্ড ও স্পেনের ক্যারিয়ারে রোনাল্ডো পাঁচটি চ্যাম্পিয়ন্স লীগ ও লীগ শিরোপা মিলিয়ে সর্বমোট ২৮টি শিরোপা জয় করেছেন। পর্তুগালের জার্সি গায়ে জিতেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ। দ্বিতীয়বারের মতো কোচ হিসেবে সুপার কাপ জয়ের পর জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি বলেন, প্রচ- গরম ছিল। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা জিতেছি। রোনাল্ডো সম্পর্কে বলতে গেলে একটি কথাই সবসময় বলতে হয়, আমরা তার সঙ্গে চুক্তি করেছি। বড় ম্যাচে গোল করার ক্ষমতা তার আছে। কিন্তু পুরো দলই ভাল খেলেছে। জুভ কোচ আরও বরেন, রোনাল্ডো অসাধারণ একটা গোল করেছে এবং পুরো দলকে খেলিয়েছে। সবমিলিয়ে আমাদের পুরো দলই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। আমি এই দলের লড়াইয়ের মানসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করি। এমনকি কয়েক মিনিটের জন্য যারা বেঞ্চ থেকে মাঠে নামে তারাও যথাযথ মনোভাবটা দেখায় এবং পার্থক্য গড়ে দেওয়ার ইচ্ছেটা রাখে। গেল বছর মন্দ গেলেও নতুন বছরের শুরুটা ভাল হয়েছে রোনাল্ডোর। নতুন বছরের শুরুতে রেকর্ড টানা তৃতীয়বারের মতো গ্লোব সকার এ্যাওয়ার্ড জিতে নিয়েছেন জুভেন্টাসের পর্তুগীজ সুপারস্টার। অবশ্য ২০১৮ সালের পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ তিনি এ খেতাব জিতেছেন। শুধু তাই নয়, ২০১৮ সালের সেরা গোলের পুরস্কারও পেয়েছেন পাঁচবারের ফিফা সেরা তারকা। বিশ্বকাপ জয়ী দুই ফরাসি ফরোয়ার্ড এ্যান্টোনিও গ্রিজম্যান ও কিলিয়ান এমবাপেকে পেছনে ফেলে গৌরবময় পুরস্কার জিতেছেন সি আর সেভেন। দুবাইয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পুরস্কার তুলে দেয়া হয় সাবেক রিয়াল মাদ্রিদ তারকার হাতে। ২০১১ সালের পর থেকে মোট পাঁচবার পুরস্কারটি জিতলেন রোনাল্ডো। গ্লোব সকারে অন্যান্য বিভাগে পুরস্কার জিতেছেন যথাক্রমে সেরা কোচ দিদিয়ের দেশম, সেরা এজেন্ট জর্জ মেন্ডেজ, সেরা গোল রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের বিরুদ্ধে বাইসাইকেল কিকে করা গোলটির জন্য পুরস্কার পান সি আর সেভেন। ক্যারিয়ারে সেরা অগ্রগতির পুরস্কার জিতেছেন ব্লেইস মাতুইদি। সেরা স্পোর্টিং ডিরেক্টর ফ্যাবিও প্যারাটিসি, সেরা ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদ, বিশেষ খেলোয়াড় এ্যাওয়ার্ড জবেনোমির বোবান ও আরব ক্যারিয়ার এ্যাওয়ার্ড জিতেছেন সামির আল জাবের। গত বছরের শুরুতেও প্রায় সব পুরস্কারই নিজের নামে করে নিয়েছিলেন রোনাল্ডো। ২০১৮ সালের শুরুতে জিদান-রোনাল্ডো জুটি মিলে দুবাই থেকে গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ডের সবগুলো পুরস্কার জয় করে নিয়ে গিয়েছিলেন। এ মৌসুমে ‘গুরু জিদান’ না থাকলেও নিজে দুটি পুরস্কার হাতে নিয়েছেন। পুরস্কারটি জিতে উচ্ছ্বসিত রোনাল্ডো বলেন, এর চেয়ে ভাল আর কিভাবে নতুন বছর শুরু করা যায়। আমি যে প্রশংসা ও ভালবাসা পেয়েছি সেজন্য সবাইকে ধন্যবাদ। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা জানান, সাফল্যের ধারাবাহিকতা তিনি জুভেন্টাসের জার্সিতে ধরে রাখতে বদ্ধপরিকর।
×