ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছিনতাই চেষ্টার পর রুশ বিমানের সাইবেরিয়ায় জরুরী অবতরণ

প্রকাশিত: ০৭:৩৬, ২৩ জানুয়ারি ২০১৯

ছিনতাই চেষ্টার পর রুশ বিমানের সাইবেরিয়ায় জরুরী অবতরণ

জনকণ্ঠ ডেস্ক ॥ রাশিয়ার মস্কোগামী একটি যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের চেষ্টাকালে সাইবেরিয়ার পশ্চিমাঞ্চলে জরুরী অবতরণ করানো হয়েছে। একজন মাতাল বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করে। খবর সিএনএন অনলাইনের। রুশ বিমান সংস্থা এরোফ্লোতের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বোয়িং ৭৩৭-৮এলজে বিমানটি ছিনতাইয়ের চেষ্টাকালে একজনকে আটক করা হয়েছে। বিমানটির সকল আরোহীকে সাইবেরিয়ার খান্তি মানসিস শহরে নিরাপদে বের করে আনা হয়েছে। একজন রুশ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য সংবাদ সংস্থা তাসকে বলেন, প্রাথমিক খবরে জানা গেছে যে ছিনতাইয়ের চেষ্টাকারী ওই ব্যক্তি নেশাগ্রস্ত ছিল। বিমানটি সাইবেরিয়ার শুরগুত শহর থেকে উড্ডয়নের ১৫ মিনিট পর একজন যাত্রী বিমানের গতিপথ পরিবর্তনের চেষ্টা করে। পরে বিমানের পাইলট উপস্থিত বুদ্ধি করে এটি খান্তি মানসিস শহরে অবতরণ করান। বিমানের সকল যাত্রীকে অন্য একটি বিমানে মস্কো পৌঁছানোর ব্যবস্থা করা হয়। এদিকে আরজেনটাইন স্ট্রাইকার এমিলিয়ানো সালাকে বহনকারী একটি হালকা বিমান চ্যানেল আইল্যান্ডসের আকাশে মঙ্গলবার নিখোঁজ হয়েছে। দেড়কোটি পাউন্ড মূল্যের আরজেনটাইন স্ট্রাইকার বিমানটির দুই আরোহীর অন্যতম।
×