ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচী

প্রকাশিত: ০৭:৩২, ২৩ জানুয়ারি ২০১৯

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচী

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ দিনের কর্মসূচী ঘোষণা করেছে সংগঠনটি। গতকাল মঙ্গলবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ জানুয়ারি শিক্ষা-শান্তি-প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সব বাধা পেরিয়ে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭১তম বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠার এ গৌরবময় দিনটি উদযাপনে বাংলাদেশ ছাত্রলীগ সপ্তাহব্যাপী কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করেছে। ২৬ জানুয়ারি সকাল সকাল ১০টায় ঢকার অন্তর্গত সকল ইউনিট মিলে ঢাকা বিশ^বিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোভাযাত্রা বের করা হবে। একই সঙ্গে দেশব্যাপী অন্য সকল ইউনিটকে সুবিধাজনক সময়ে শোভাযাত্রা করার নির্দেশনা দেয়া হয়েছে। ২৮ জানুয়ারি সকাল ১০টায় অপরাজেয় বাংলা সংলগ্ন বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হবে। ৩০ জানুয়ারি কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং বিকেল ৪টায় ঢাকা বিশ^বিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
×