ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উইন্ডিজ-ইংল্যান্ড প্রথম টেস্ট শুরু আজ

প্রকাশিত: ০৭:০৯, ২৩ জানুয়ারি ২০১৯

উইন্ডিজ-ইংল্যান্ড প্রথম টেস্ট শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে আজ থেকে। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং-এ তৃতীয়স্থানে ইংলিশরা। তবে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে তারা। র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ব্যবধান বিস্তর। টেস্টে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান অষ্টম, ওয়ানডেতে নবম। গত বছর নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে হারলেও দেশের মাটিতে ভারতের বিপক্ষে ও শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জেতে ইংল্যান্ড। নিজ দেশে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে এবং শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিয়েছিল জো রুটের ইংল্যান্ড। তবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইংল্যান্ডের পারফর্মেন্স মোটেও ভাল নয়। ৬৮ টেস্ট খেলে মাত্র ১৪টি ম্যাচ জিতেছে ইংলিশরা। এছাড়া মাত্র তিনবার ১৯৬০, ১৯৬৮ এবং ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ জিততে পেরেছে ইংল্যান্ড। সর্বশেষ ২০০৪ সালে মাইকেল ভনের নেতৃত্বে ক্যারিবীয় দ্বীপে চার টেস্টের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। তবে সর্বশেষ সফরে তিন ম্যাচের সিরিজ ১-১-এ ড্র করে ইংলিশরা। এবারের সফরে ইংল্যান্ডের চিন্তার আরও একটি কারণ ওয়েস্ট ইন্ডিজের অন্তর্বর্তীকালীন কোচ রিচার্ড পাইবাস। ইংল্যান্ডে জন্ম নেয়া পাইবাস পাকিস্তান ও বাংলাদেশের সাবেক কোচ ছিলেন। ইংল্যান্ড সম্পর্কে ভাল ধারণা রয়েছে তার। ডিসেম্বরে বাংলাদেশ সফরে দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন ড্যারেন ব্রাভো। জেসন হোল্ডারের নেতৃত্বে খেলবেন ২৯ বছর বয়সী টপঅর্ডার ব্যাটসম্যান। পরিচিত মুখের মধ্যে আছেন ক্রেইগ ব্রেথওয়েট, শাই হোপ, কেমার রোচ ও শেমরন হেটমায়ার। দ্বিতীয় ও তৃতীয় টেস্ট যথাক্রমে নর্থ সাউন্ড ও গ্রস আইল্যান্ডে।
×