ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেই কলিন্স এবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে

প্রকাশিত: ০৭:০৯, ২৩ জানুয়ারি ২০১৯

সেই কলিন্স এবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে

স্পোর্টস রিপোর্টার ॥ চমকের পর চমক দেখিয়েই চলেছেন মার্কিন টেনিস সেনসেশন ড্যানিয়েল কলিন্স। শেষ ষোলোতে জার্মান তারকা এ্যাঞ্জেলিক কারবারকে বিদায় করা ২৫ বছর বয়সী কলিন্স এবার উঠে গেছেন আসরের সেমিফাইনালে। মঙ্গলবার মেয়েদের এককের কোয়ার্টার ফাইনালে কলিন্স প্রথম সেটে হেরে গিয়েও দুর্দান্ত জয় পেয়েছেন। আনাস্তাসিয়া পাবলোচেঙ্কোভার কাছে প্রথম সেট কলিন্স হেরে যান ৬-২ গেমে। এরপর ঘুরে দাঁড়ান পরের দুটিতে। ৭-৫, ৬-১ গেমে টানা দুই সেট জিতে শেষ চার নিশ্চিত করেন কলিন্স। অন্যদিকে পুরুষ এককে রজার ফেদেরারকে হারিয়ে চমক জাগানো সিটসিপাস এবার ৩-১ সেটে জয় পেয়েছেন রবার্তো বাউতিস্তার বিপক্ষে। প্রথম সেট ৭-৫ গেমে জিতে, দ্বিতীয়টিতে ৬-৪ ব্যবধানে হেরে যান গ্রিক তরুণ। পরে ৬-৪ ও ৭-৬ গেমে টানা দুই সেট জিতে শেষ চারের টিকেট নিশ্চিত করেন সিটসিপাস। অন্যদিকে ২০১৭ সালের পর আবার সেমিফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। পুরুষ এককে ফ্রাঙ্কেস টিফোকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন ১৭টি গ্র্যান্ডস্লাম জয়ী এই তারকা। এক ঘণ্টা ৪৭ মিনিটের লড়াই জিতে শেষ চারে উঠলেন ইনজুরি নিয়ে গত কোয়ার্টার ফাইনালে সরে দাঁড়ানো নাদাল। কোয়ার্টার ফাইনালে আমেরিকান প্রতিপক্ষকে ৬-৩, ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন ২০১৭ সালের রানারআপ নাদাল। ২০০৯ সালে একমাত্র অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ম্যাচ শেষে বলেছেন, এটা আমার জন্য আবেগের। আবারও সেমিফাইনালে ফিরতে পেরে খুব খুশি। আমার পুরো ক্যারিয়ারে এখানে বেশ কয়েকবার ভুগেছি। এই কোর্টে খেলতে পারা আমার জন্য সবসময় বিশেষ কিছু। যেভাবে জিতলাম তাতে খুব আনন্দ লাগছে। সেমিফাইনালে নাদাল লড়বেন শেষ ষোলোতে রজার ফেদেরারকে বিদায় করা স্টেফানোস সিসিপাসকে। গ্রীসের প্রথম খেলোয়াড় হিসেবে কোন গ্র্যান্ডস্লামের শেষ চারে উঠলেন ২০ বছর বয়সী এই খেলোয়াড়। নাদালের স্বদেশী রবার্টো বাতিস্তা আগুতকে ৭-৫, ৪-৬, ৬-৪, ৭-৬ (৭-২) গেমে হারান সিসিপাস। মেয়েদের এককে পেত্রা কেভিতোভা ৬-১, ৬-৪ গেমে এ্যাশলেইঘ বার্টির বিপক্ষে জিতে সেমিফাইনালে উঠেছেন।
×