ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোর পেনাল্টি মিস, তবু জয় জুভেন্টাসের

প্রকাশিত: ০৭:০৮, ২৩ জানুয়ারি ২০১৯

রোনাল্ডোর পেনাল্টি মিস, তবু জয় জুভেন্টাসের

স্পোর্টস রিপোর্টার ॥ দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সফল হতে পারেননি। তবে এতে জয়রথ থামেনি তার দল জুভেন্টাসের। বরং দাপুটে জয় পেয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। সোমবার রাতে ইতালিয়ান সিরি’এ লীগে অতিথি চিয়েভোকে সহজেই ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক জুভেন্টাস। তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে ম্যাচে জুভদের হয়ে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন পর্তুগীজ তারকা রোনাল্ডো। কিন্তু লক্ষ্যভেদ করতে ভুল করেননি ডগলাস কোস্টা, এমরে কান ও ড্যানিয়েল রুগানি। এই জয়ে ২০ খেলায় ১৮ জয় ও দুই ড্রয়ে টানা সাতবারের চ্যাম্পিয়ন জুভেন্টাসের পয়েন্ট সর্বোচ্চ ৫৬। ৯ পয়েন্ট কম অর্থাৎ ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেপোলি। তৃতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৪০। জেনোয়াকে ২-০ গোলে হারানো এসি মিলান ৩৪ পয়েন্ট নিয়ে উঠে এসেছে চার নম্বরে। ঘরের মাঠে ম্যাচের প্রথম গোল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি জুভেন্টাসকে। ১৩ মিনিটে চলতি মৌসুমে নিজের প্রথম গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডগলাস কোস্টা। এ গোলে দারুণ সহায়তা করেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। প্রথমার্ধের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জুভেন্টাস। এবারও অবদার রাখেন দিবালা। গোল করান আরেক ডিফেন্ডার এমরে কানকে দিয়ে। দিবালার দারুণ রক্ষণচেরা পাস ডি বক্সে ফাঁকায় পেয়ে বাঁ পায়ে বল নিয়ন্ত্রণে নিয়ে ঠা-া মাথায় ডান পায়ের জুভেন্টাসের জার্সিতে নিজের প্রথম গোলটি করেন গত জুনে লিভারপুল থেকে আসা এ জার্মান ডিফেন্ডার। বিরতির পর ৫১ মিনিটে গোলের সহজতম সুযোগটি আসে রোনাল্ডোর সামনে। কোস্টার শট ডি বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে লাগলে পেনাল্টি পায় জুভেন্টাস। কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন পাঁচবারের ফিফা সেরা তারকা। শুধু তাই নয়, পেনাল্টি মিস ছাড়াও ম্যাচে একাধিক সহজ গোলের সুযোগ নষ্ট করেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। তবে সিআর সেভেন ব্যর্থ হলেও ঠিকই অন্যরা জ্বলে ওঠেন। ম্যাচ শেষের আগমুহূর্তে দলকে আরেক গোল এনে দেন ড্যানিয়েল রুগানি। ৮৪ মিনিটে বাঁদিক থেকে আসা ফ্রিকিকে হেড করে দলের স্কোর লাইন ৩-০ করেন ইতালিয়ান এই ডিফেন্ডার। ম্যাচ শেষে রোনাল্ডোর পেনাল্টি মিসকে বড় করে দেখছেন না জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি। বরং এ ইস্যুতে তিনি রোনাল্ডোর পাশে আছেন। ব্যক্তিগত সাফল্য বা ব্যর্থতার চেয়ে দলের জয়কেই বড় করে দেখছেন জুভ বস। ম্যাচে রোনাল্ডোর স্পট কিক ঝাঁপিয়ে ফিরিয়ে দেন চিয়েভো গোলরক্ষক স্টেফানো সরেন্টিনো।ম্যাচ শেষে এ্যালেগ্রি বলেন, পেনাল্টি থেকে গোল করতে না পারার ঘটনা ঘটতেই পারে। আমি মনে করি না যে এই প্রথম রোনাল্ডো তার ক্যারিয়ারে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, শেষ পর্যন্ত দল ম্যাচটা জিতেছে। জুভেন্টাস কোচ বলেন, প্রথমার্ধে সে গোল করার জন্য বেশি তাড়াহুড়ো করছিল। বিরতির পর যখন স্বাভাবিক ফুটবল খেলল, তখন সে গোলের দুই থেকে তিনটি ভাল সুযোগ পেল। যদিও শেষ পর্যন্ত গোল পায়নি। তবে এতে হতাশ হওয়া বা অন্য কিছু ভাববার অবকাশ নেই। এমন হতেই পারে। আমি নিশ্চিত সে ভালমতোই ফিরে আসবে। চলতি মৌসুমে সিরি’এ লীগে এখন পর্যন্ত ফ্যাবিও কুয়াইরেল্লার সমান সর্বোচ্চ ১৪ গোল করেছেন ৩৩ বছর বয়সী রোনাল্ডো। বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে এ্যালেগ্রি বলেন, রোনাল্ডো কি করতে পারে সেটা নতুন করে বলতে হবে না। তাকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই।
×