ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তাসকিন-নাঈমের দিকে বিশেষ নজর, ফিরতে পারেন সাব্বিরও

নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দল ঘোষণা আজ

প্রকাশিত: ০৭:০৮, ২৩ জানুয়ারি ২০১৯

নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দল ঘোষণা আজ

স্পোর্টস রিপোর্টার ॥ একজন আগেই তিন ফরমেটের ক্রিকেটে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। তবে বোলিং এ্যাকশনে ত্রুটি, ইনজুরি ও ফর্মহীনতা মিলিয়ে ছিটকে গেছেন। তবে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে দারুণ ফর্মে আছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে বোলিং তালিকায় শীর্ষস্থানেই আছেন। আর পুরো আসরে তরুণ অফস্পিনার নাঈম হাসান দুর্দান্ত বোলিং করেছেন। ইতোমধ্যেই ২ টেস্ট খেলে ফেলা নাঈমের জন্য এবার আসন্ন নিউজিল্যান্ড সফরে ওয়ানডে দলেও সুযোগ হতে পারে। পুরো বিপিএলে জাতীয় দলের কোচ স্টিভ রোডস দর্শক হয়ে খেলাগুলোয় তীক্ষè নজর দেয়ার পর এ দু’জন সম্পর্কে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে ইতিবাচক কথাই বলেছেন। এমনটাই জানিয়েছেন নান্নু। আগামী মাসেই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল ৩ ওয়ানডে ও ৩ টেস্টের সিরিজ খেলতে। সিরিজের শুরুটা ১৩ ফেব্রুয়ারি ওয়ানডে দিয়ে। এ বিষয়ে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা অবশ্য জানিয়েছেন যারা গত এক বছর ধরে নিয়মিত ভাল খেলছেন তাদেরই প্রাধান্য থাকবে ওয়ানডে দলে। নান্নু জানিয়েছেন, আজ ঘোষণা করা হবে ওয়ানডে দল। মাত্র কিছুদিন আগেই জাতীয় দলের কোচ রোডস দাবি করেছিলেন বিপিএল নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে আদর্শগত অবস্থান থেকে অনেক দূরে। ক্রিকেটাররাও শুরু থেকেই বলছিলেন, টি২০ ফরমেট হওয়ার কারণে এবং নিউজিল্যান্ডের পরিবেশ ও উইকেট পরিস্থিতির ভিন্নতার কারণে বিপিএল তেমন কোন কাজে আসবে না। তবে এরপরও এই আসরের প্রথম থেকেই ম্যাচগুলোর দিকে নজরটা তীক্ষè কোচ রোডসের। শিষ্যদের পর্যবেক্ষণ যেমন করেছেন তেমনি নজর দিয়েছেন নতুনদের ও ছিটকে পড়াদের পারফর্মেন্সের দিকে। নিয়মিত সদস্যরা অবশ্য চলতি বিপিএলে একেবারেই হতাশ করেছেন তাকে। সাম্প্রতিক সময়ে কয়েকটি সিরিজে জাতীয় দলের ওপেনিং ও টপঅর্ডার পজিশনে খেলেছেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার ও লিটন দাস। ঘরের মাঠে গত বছর নবেম্বর ও ডিসেম্বরে অনুষ্ঠিত জিম্বাবুইয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে এই চার ব্যাটসম্যান দুর্দান্ত পারফর্ম করলেও বিপিএলে লীগপর্বের অধের্কের বেশি ম্যাচ খেলার পর টুর্নামেন্ট রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ পাঁচে নেই কেউ। চার ওপেনারের মধ্যে লিটন ও তামিম একটি করে ফিফটি করেছেন। সিলেট সিক্সার্সের হয়ে লিটন ৭ ম্যাচ খেলে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস দিয়ে মোট রান ১২৪। আর দলের নির্ভরযোগ্য ওপেনার তামিম সমান সংখ্যক ম্যাচ খেলে ২২.৫৭ গড়ে ১৫৮ রান করেছেন। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলা ইমরুল কায়েসও ভাল নৈপুণ্য দেখাতে পারেননি। ৭ ম্যাচে রান করেছেন মাত্র ১০৫। সবচেয়ে বাজে অবস্থায় রাজশাহী কিংসের ওপেনার সৌম্য সরকারের। এ ব্যাটসম্যান শেষ পাঁচ ম্যাচের রান ৪, ১১*, ০, ১৮, ২- সাকুল্যে ৩৫। সৌম্য-লিটনদের এমন ছন্দহীন ক্রিকেট নিয়ে বিচলিত নন অবশ্য ওয়ানডে অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, ‘খারাপ সময় আসবে, যাবে। তবে বিপিএল আর জাতীয় দল, দুটো ভিন্ন জায়গা। দলে বিবেচনায় আসে তারা, যারা সর্বশেষ সিরিজগুলোতে কেমন খেলেছে সেটার ওপর। পাওয়ার প্লেতে কেমন ব্যাট করেছে। মিডলঅর্ডারের তার সামর্থ্য কেমন। সে হিসেবগুলো সামনে রেখেই দল নির্বাচন করা হয়। আমার আশা আগের বছরের সেপ্টেম্বর থেকে যারা ভাল খেলেছে তারা তেমনটাই পারফর্ম করবে। দলেও তারাই থাকবে।’ মাশরাফির কথা অনুসারে তাসকিন আর নাঈম এবার সবারই নজর কেড়েছেন। গত বছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ খেলা তাসকিন সর্বশেষ ওয়ানডে ও টেস্ট খেলেছেন ২০১৭ সালের সেপ্টেম্বর-অক্টোবরে। ইনজুরির কারণে ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত খেলতে পারেননি। এবার অবশ্য বিসিএল খেলেছেন। তবে বিপিএলে এসে জ¦লে উঠেছেন পুরনো রূপে। ২৩ বছর বয়সী এ পেসার আগুনে বোলিং করে ১৪ উইকেট শিকার করেছেন যার মধ্যে দুই ম্যাচে নিয়েছেন ৪টি করে। আর নাঈম ৬ ম্যাচে ৫ উইকেট নিলেও ব্যাটসম্যানদের আটকে রাখায় সবার নজর কেড়েছেন। মাত্র ৫.২২ ইকোনমি তার। এছাড়া ব্যাট হাতেও বেশ ভাল পারফর্মেন্স দেখিয়েছেন। সে জন্য এ দু’জনকে নিয়ে প্রধান নির্বাচক নান্নুর কাছে ইতিবাচক কথাই বলেছেন কোচ রোডস। এ বিষয়ে নান্নু বলেন, ‘বিপিএলে বোলাররা দারুণ পারফর্ম করলেও ব্যাটসম্যানরা খুব বেশি নজর কারতে পারছেন না। বিশেষ করে ওপেনিংয়ে খেলা ব্যাটসম্যানরা। আমি তাদের কাছ থেকে আরও দায়িত্বশীল ইনিংস দেখতে চেয়েছিলাম। আমরা এরই মধ্যে কোচ স্টিভ রোডসের সঙ্গে দল গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। তিনি পেসার হিসেবে তাসকিনের ব্যাপারে ইতিবাচক কথা বলেছেন। সঙ্গে নাঈমেরও। তবে এটি সত্যি খুব বেশি পরিবর্তন আসার সুযোগ নেই দলে। হয়তো কাল (আজ) কিংবা আগামীকাল (পরশু) দল দিতে পারব।’ এছাড়া ৫১ বলে ৮৫ রানের একটি ঝড়ো ইনিংস খেলেই নতুন করে আলোচনায় এসেছেন ৬ মাসের নিষেধাজ্ঞায় থাকা সাব্বির রহমান। আগামী মাসের শুরুতেই তার ওপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া নিষেধাজ্ঞা উঠে যাবে। তার বিষয়ে মাশরাফি বললেন,‘একটা ম্যাচে সাব্বির ভাল করেছে। ও যদি এখন পারফর্ম করে যেতে পারে। সার্বিকভাবে যদি দেখেন তাহলে এমন বড় পরিবর্তন আসার কথা না। কিছু জায়গা আছে এরা যদি ভাল করে, সুযোগ থাকবে। তবে শেষ ম্যাচে আমাদের সঙ্গে সেই ইনিংসটা খেলেছে, ওকে যখন জাতীয় দলে নেয়া হয়েছিল ওর যে সামর্থ্য আছে এই ধরনের ক্রিকেট খেলতে পারার... ওর থেকে আসলে আশা অনেক।’
×