ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চিটাগংকে ছোঁয়ার লড়াই আজ রাজশাহীর

প্রকাশিত: ০৭:০৬, ২৩ জানুয়ারি ২০১৯

চিটাগংকে ছোঁয়ার লড়াই আজ রাজশাহীর

মোঃ মামুন রশীদ ॥ চলমান ষষ্ঠ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরের তৃতীয়পর্বে জমে উঠেছে দলগুলোর এগিয়ে যাওয়ার লড়াই। একটি ম্যাচের হারজিত বদলে দিচ্ছে পুরো পয়েন্ট টেবিলের চিত্র। সেই লড়াইয়ে আজ দুপুর ১টা ৩০ মিনিটে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস। ৬ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে নেট রানরেটের কারণে এই মুহূর্তে দুই নম্বরে অবস্থান থাকায় বেশ ভাল অবস্থানে চিটাগং। তবে রাজশাহী এক ম্যাচ বেশি খেলেও ৮ পয়েন্ট নিয়ে এখন পাঁচ নম্বরে। একটি জয়েই রাজশাহীর অবস্থান ভাল করবে। তাই জেতার লক্ষ্যেই নামবে তারা। অপরদিকে একই ভেন্যুতে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দ্বিতীয় ম্যাচটি হবে টিকে থাকার লড়াই। ৮ ম্যাচ খেলে মাত্র ১ জয় পাওয়া খুলনা টাইটান্স জিততে না পারলে লীগপর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে যাবে। জিতলে ক্ষীণ আশা টিকে থাকবে। আর অষ্টম ম্যাচ খেলতে নামা সিলেট সিক্সার্স এবার নিয়মিত অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ছাড়াই নামবে অবস্থান ভাল করার লক্ষ্যে। হেরে গেলে তাদেরও প্লে-অফে ওঠার আশা হয়ে যাবে ক্ষীণ। এবার বিপিএলের শুরু থেকেই সিলেট সিক্সার্সকে নেতৃত্ব দিয়েছেন ওয়ার্নার। ব্যাট হাতেও বেশ ভাল করেছেন, দলের অধিনায়ক হিসেবেও তার কার্যক্রম ছিল দারুণ। তবে এরপরও দলগতভাবে সঠিকভাবে জ্বলে উঠতে না পারায় হেরে গেছে সিলেট ৭ ম্যাচের ৫টিতেই। এবার তাদের শক্তিমত্তায় কিছুটা ঘাটতি তৈরি হয়েছে। ইনজুরির কারণে বিপিএলের মাঝপথেই দেশে ফিরে গেছে অস্ট্রেলিয়ার ওপেনার ওয়ার্নার। তাই নতুন অধিনায়ক হিসেবে পাকিস্তানী পেসার সোহেল তানভীর দায়িত্ব পেয়েছেন। অবশ্য ওয়ার্নারের ঘাটতি পূরণে সিলেটে যোগ দিয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয়। তিনি আজ থেকেই মাঠে নামবেন। মহাগুরুত্বপূর্ণ ম্যাচ আজ সিলেটের। জিততে পারলে খুব ভালভাবে প্লে-অফে খেলার আশা জিইয়ে রাখতে পারবে তারা। আর হেরে গেলেই মহাদুঃশ্চিন্তায় পড়তে হবে। এ বিষয়ে সোহেল তানভীর বলেন, ‘সত্যি বলতে আমরা কিছু জেতা ম্যাচ হেরেছি। আমরা চেষ্টা করছি জয় দিয়ে ভাল অবস্থানে ফিরে যেতে। এটা আসলে এক-দুই ম্যাচের ব্যাপার। আমাদের ম্যাচ জয়ের ছন্দটা ধরতে হবে। এটি ধরতে পারলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছুতে পারব। আমাদের দলের কোচ ওয়াকার ইউনুস (ভাই) সত্যি বলতে অনেক বড় ক্রিকেটার ছিলেন। তিনি এমন পরিস্থিতিতে কিভাবে দলকে অনুপ্রাণিত করতে হয় তা তিনি জানেন। আমাদের এখনও তিন থেকে চারটি ম্যাচ জিততে হবে শেষ চারে যেতে হলে। যদি আমরা পরপর দুই ম্যাচ হেরে যাই, তবে যেন যে কোন মূল্যে টানা তিন ম্যাচ জিততে হবে। আমরা সত্যি বলতে ওয়ার্নারকে খুব মিস করব। আমাদের দলে দেশী ও বিদেশী কিছু ক্রিকেটার আছে। যারা জ্বলে উঠতে পারলে জয় আসা সময়ের ব্যাপার।’ তবে আজ খুলনা নামবে নিজেদের সমস্ত শক্তি উজাড় করে দিয়ে। যে কোন মূল্যে জিততে চাইবে তারা প্লে-অফে ওঠার ক্ষীণ আশাটাও বাঁচিয়ে রাখার জন্য। আজ হারলেই ছিটকে পড়বে তারা। ৮ ম্যাচে মাত্র ১ জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ তাই মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে পরাজয়ের পর বললেন, ‘আমাদের আশা আর নেই প্লে-অফে ওঠার। আমি অধিনায়ক হিসেবে দলকে ভাল নেতৃত্ব দিতে পারিনি এবং নিজেও ভাল পারফর্মেন্স করতে পারিনি। তাই দোষটা আমারই। তবে আমরা এখন নিজেদের জন্যই ভাল খেলতে চাই। সে জন্য আমাদের জিততে হবে।’ বাকি সবগুলো দলের সঙ্গে খেললেও এখন পর্যন্ত সিলেটের সঙ্গে এটিই তাদের প্রথম লড়াই। সন্ধ্যায় যখন এই টিকে থাকার লড়াই, দুপুরে তেমন এগিয়ে যাওয়া আর অন্যদের ছোঁয়ার প্রতিযোগিতা চিটাগং-রাজশাহীর মধ্যে। এ দুই দলেরও চলতি বিপিএলে প্রথম সাক্ষাত। দুর্দান্ত ফর্মে থাকা চিটাগং ৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে এখন টেবিলের দুই নম্বরে থাকায় বেশ ফুরফুরে মেজাজেই আছে। অধিনায়ক মুশফিকুর রহীম ও অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্ক আছেন ফর্মের তুঙ্গে। তাই টানা চারটি জয় তুলে নিয়েছে তারা। তবে পারফর্মেন্সে ধারাবাহিকতার অভাবে বিপিএলের সর্বকনিষ্ঠ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিছুটা পিছিয়ে পড়েছে। ৭ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে এখন পাঁচে থাকা রাজশাহী তাই আজ জয় তুলে নিয়ে এগিয়ে যেতে চায়। জিততে পারলেই চিটাগংকে ছুঁয়ে ফেলবে তারা। ইংলিশ তারকা লরি ইভান্স আগের ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাটিং দুঃশ্চিন্তা দূর করেছেন। এছাড়া গত আসরের সেঞ্চুরিয়ান ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস যোগ দেয়াতে আরও শক্তি বেড়েছে ব্যাটিং বিভাগে। আর মিরাজসহ মুস্তাফিজুর রহমান ও আরাফাত সানিকে নিয়ে বোলিং শক্তিটাও অটুট। এবার চিটাগংকে প্রথম সাক্ষাতেই হারিয়ে দেয়ার জন্য নামবে তারা সমস্ত শক্তি প্রয়োগ করে।
×