ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বর্ষসেরা ওয়ানডে দলে টাইগার পেসার মুস্তাফিজ, টেস্টে নেই কোন বাংলাদেশী

আইসিসি পুরস্কারে কোহলির ইতিহাস

প্রকাশিত: ০৭:০৫, ২৩ জানুয়ারি ২০১৯

আইসিসি পুরস্কারে কোহলির ইতিহাস

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের প্রথম কোন ক্রিকেটার হিসেবে নিয়ন্ত্রক সংস্থা আইসিসির (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) বর্ষসেরা তিন বিভাগের পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন বিরাট কোহলি। বিদায়ী বছর ২০১৮ সালের পারফর্মেন্সের ওপর ভিত্তি করে বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হওয়ার পাশাপাশি বর্ষসেরা ‘স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফিও’ জিতে নিয়েছেন ভারত অধিনায়ক। আইসিসি শীর্ষ তিন ক্যাটেগরির পুরস্কার কোন ক্রিকেটার একসঙ্গে জিতলেন এই প্রথমবার। ব্যক্তিগত এই তিন পুরস্কারের পাশাপাশি বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দুটি একাদশেরই অধিনায়কও মনোনীত হয়েছেন কোহলি। সেরা উদীয়মান তরুণ ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। আইসিসির টেস্ট দলে কোন বাংলাদেশীর স্থান না হলেও বর্ষসেরা টি২০ দলে জায়গা পেয়েছেন তারকা পেসার মুস্তাফিজুর রহমান। ২০১৮ সালে ১৩ টেস্টে ৫ সেঞ্চুরিতে ৫৫.০৮ গড়ে ১ হাজার ৩২২ রান করেছেন কোহলি। ১৪ ওয়ানডেতে ৬ সেঞ্চুরিতে ১ হাজার ২০২ রান। গড় ১৩৩.৫৫। ১০ টি২০তে করেছেন ২১১ রান। বর্ষসেরা ক্রিকেটার ‘স্যার গ্যারফিল্ড সোবার্স’ ট্রফি জয়ে কোহলি ছিলেন সর্বসম্মত পছন্দ। বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা টেস্ট ক্রিকেটারে রানার্সআপ দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার কাগিসো রাবাদা। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে কোহলির পরেই ছিলেন আফগান লেগ স্পিনার রশিদ খান। আইসিসির শীর্ষ তিনটি পুরস্কারই জিতে কোহলি জানিয়েছেন উচ্ছ্বসিত প্রতিক্রিয়া, ‘এই অনুভূতি অসাধারণ। বছরজুড়ে করা কঠোর পরিশ্রমের স্বীকৃতি এটি। আমি কৃতজ্ঞ এবং দলের দুর্দান্ত পথচলায় নিজে অবদান রাখতে পেরে খুবই খুশি। আইসিসির কাছ থেকে বিশ্ব পর্যায়ের এই স্বীকৃতি পাওয়া সত্যিই গর্বের ব্যাপার, কারণ অনেক অনেক দারুণ ক্রিকেটার এই খেলাটা খেলছে।’ গত বছরও আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন কোহলি, জিতেছিলেন বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের খেতাবও। তবে গতবার বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছিলেন স্টিভেন স্মিথ। এবার বর্ষসেরা টি২০ পারফর্মেন্স পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার এ্যারন ফিঞ্চ। জিম্বাবুইয়ের বিপক্ষে হারারেতে ১০ ছয় ও ১৬ চারে ৭৬ বলে ১৭২ রানের ইনিংসটা তাকে এনে দিয়েছে এই সম্মান। ২০১৪ সালেও তিনি এ পুরস্কার পেয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে ১৫৬ রানের ইনিংস খেলে। বর্ষসেরা উঠতি ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিশভ পন্থ। আইসিসির সহযোগী দেশগুলোর বর্ষসেরা ক্রিকেটার স্কটল্যান্ডের ক্যালাম ম্যাক্লাউড। বর্ষসেরা আম্পায়ারে ডেভিড শেফার্ড ট্রফি জিতেছেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। এর আগে ২০১৩ সালেও সেরা আম্পায়ার হয়েছিলেন এই শ্রীলঙ্কান। ‘স্পিরিট অব দ্য ক্রিকেট এ্যাওয়ার্ড’ জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। আইসিসির মতে, ‘কিভাবে ক্রিকেট খেলাটি খেলা উচিত, সেটির উজ্জ্বল উদাহরণ হয়ে থাকা, মাঠের ভেতরে ও বাইরের আচরণে অসাধারণ সব উদাহরণ প্রতিষ্ঠা’ করার জন্য উইলিয়ামসনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। দর্শক-সমর্থকদের ভোটে বছরের সেরা মুহূর্ত নির্বাচিত হয়েছে নিউজিল্যান্ডে ভারত অনুর্ধ-১৯ দলের যুব বিশ্বকাপ জয়। এটি ভোট পেয়েছে ৪৮ শতাংশ। বাছাইপর্বে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে আফগানিস্তানের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা ৩৬ শতাংশ ভোট পেয়ে হয়েছে দ্বিতীয়। মুস্তাফিজ গত বছর ২১.৭২ গড়ে ১৮ ওয়ানডেতে ২৯ উইকেট নিয়েছেন। সেপ্টেম্বরে এশিয়া কাপে ১৮.৫০ গড়ে ১০ উইকেট নিয়ে ছিলেন যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি। তার একাদশে জায়গা পাওয়া নিয়ে আইসিসির মূল্যায়ন, ‘সুইং করানোর সামর্থ্য ও চতুর স্লোয়ার মিলিয়ে মুস্তাফিজ দারুণ এক ওয়ানডে বোলার।’ কোহলি যেসব পুরস্কার জিতেছেন : ১. আইসিসির বর্ষসেরা ক্রিকেটার ২. আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ৩. আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ৪. আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলের খেলোয়াড় ৫. আইসিসির বর্ষসেরা টেস্ট দলের খেলোয়াড় ৬. আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক ও ৭. আইসিসির বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক। আইসিসি বর্ষসেরা টেস্ট একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), টম লাথাম, দিমুথ করুনারতেœ, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, রিশভ পন্থ, জেসন হোল্ডার, কাগিসো রাবাদা, নাথান লেয়ন, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ আব্বাস। আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, জো রুট, রস টেইলর, জস বাটলার, বেন স্টোকস, মুস্তাফিজুর রহমান, রশিদ খান, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ।
×