ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোগীদের চেক প্রদান

প্রকাশিত: ০৬:৫৭, ২৩ জানুয়ারি ২০১৯

রোগীদের চেক প্রদান

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২২ জানুয়ারি ॥ সমাজসেবা অধিদফতর থেকে জেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে ও প্যারালাইজড রোগীদের মাঝে মঙ্গলবার সাড়ে ৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন। এ সময় রাঙ্গামাটি সমাজসেবা বিভাগের আহ্বায়ক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক উপস্থিত ছিলেন। শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর অক্সফোর্ড মিশন হাইস্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ল্যাব উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল, স্কুলের প্রধান শিক্ষক পলিসুন গুদা উপস্থিত ছিলেন। স্কুল কর্তৃপক্ষ জানান, অক্সফোর্ড মিশন হাইস্কুলের ডিজিটাল ল্যাবে একটি প্রজেক্টর, ১৭টি ল্যাপটপ, তিনটি ডেক্সটপ, একটি স্ক্যানার ও একটি প্রিন্টার মেশিন রয়েছে। এই ল্যাবে স্কুলের আগ্রহী শিক্ষার্থীদের কোর্সের মধ্য দিয়ে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হবে।
×