ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এক সপ্তাহের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ০৬:৫৫, ২৩ জানুয়ারি ২০১৯

এক সপ্তাহের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ভোলা, ২২ জানুয়ারি ॥ ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জ গ্রামে মুরগি চুরির অপবাদে কিশোর রুবেলকে (১৪) নির্মম নির্যাতনের ঘটনায় বাবুল মাঝি (৪৫) নামে এক ব্যক্তিকে সোমবার রাতে গ্রেফতারের পর মঙ্গলবার আদালতে সোর্পদ করেছে শশীভূষণ থানা পুলিশ। এদিকে কিশোর নির্যাতনের ঘটনাটি আইনজীবী অমিত দাসগুপ্ত হাইকোর্টের নজরে আনেলে হাইকোর্ট রাষ্ট্রপক্ষের ডেপুটি এ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশারকে ঘটনার সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সমন্বয়ে একটি অনুসন্ধান প্রতিবেদন তৈরি করে এক সপ্তাহের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন। বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার স্বপ্রণোদিত হয়ে ওই আদেশ দেন। রুবেলের মা বিলকিছ বেগম অভিযোগ করেন, রুবেল জেলেদের নৌকায় বাবুরচির কাজ করে। ঘটনার আগের দিন এলাকায় প্রীতিভোজের জন্য রুবেলসহ আরও কয়েকজন মুরগি কিনে আনে। তবে ওই মুরগি চুরি করে আনা হয়েছে বলে অভিযোগ তোলেন হাজারীগঞ্জ ইউপি মেম্বার আমজাদ হোসেন। গত ১৫ নবেম্বর আমজাদ মেম্বার রুবেলকে বাড়ি থেকে হাজারীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ডেকে নিয়ে যায়। সেখানে গ্রামবাসীর সামনে তাকে মধ্যযুগীয় কায়দায় মারধর করা হয়। রুবেলের মা ইউপি চেয়ারম্যান সেলিম হাওলাদারের কাছে ছেলেকে বাঁচানোর অনুরোধ করেন। তখন চেয়ারম্যান মেম্বারকে নির্দেশ দেন পাঁচ হাজার টাকার বিনিময়ে রুবেলকে ছেড়ে দিতে। নিরূপায় হয়ে বিলকিছ বেগম নাকফুল ও গলার গহনা বন্ধক রেখে টাকা নিয়ে এসে ছেলেকে মুক্ত করেন। তবে অর্থাভাবে ছেলের চিকিৎসা করাতে পারেননি তিনি এবং মেম্বারের হুমকির কারণে মামলা করতেও সাহস পাননি। তবে নির্যাতনের নির্মম দৃশ্যের স্থিরচিত্র ও ভিডিও চিত্র ফেসবুকে ভাইরাল হওয়ায় ঘটনার দুই মাস পর পুলিশ ভুক্তভোগীর মাকে ডেকে থানায় নেন।
×