ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিলুপ্ত বন্যপ্রাণী নীলগাই আটক

প্রকাশিত: ০৬:৫৫, ২৩ জানুয়ারি ২০১৯

বিলুপ্ত বন্যপ্রাণী নীলগাই আটক

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২২ জানুয়ারি ॥ মঙ্গলবার সকাল ১০টার দিকে নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার এলাকায় ছুটে আসা বিলুপ্ত প্রজাতির একটি বন্যপ্রাণীকে ধাওয়া করে আটক করেছে স্থানীয়রা। এটিকে নীলগাই (পুরুষ) বলে চিহ্নিত করেছেন রাজশাহীর বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর কবির। এ বিভাগের নিকট প্রাণীটিকে বিকেল সাড়ে ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন মান্দার ইউএনও খন্দকার মুশফিকুর রহমান। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রাণবৈচিত্র্য বিষয়ক গবেষক পাভেল পার্থ জানান, নীলগাই বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির বন্যপ্রাণী। গত বছরের ৫ সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার যাদুয়ার গ্রাম থেকে একটি নীলগাই উদ্ধার করেছিল বনবিভাগ। মাছ-মুরগির ভেজাল খাদ্য তৈরির কারখানা গুঁড়িয়ে দিল র‌্যাব নিজস্ব সংবাদদাতা, সাভার, ২২ জানুয়ারি ॥ ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা ও তুরাগ এলাকার ট্যানারির বর্জ্য দিয়ে মাছ ও মুরগির ভেজাল খাদ্য তৈরির কারখানা গুঁড়িয়ে দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই ভেজাল খাদ্য তৈরির কারখানায় অভিযান চালায় র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, মোগড়াকান্দা ও তুরাগ এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী বেশ কিছুদিন ধরে ট্যানারির বর্জ্য দিয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এ ব্যাপারে তথ্য সংগ্রহের পর এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত র‌্যাব-৪ ওই ভেজাল তৈরির খাদ্য কারখানায় অভিযান চালায়। সুনামগঞ্জ নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ থেকে জানান, বিজিবি কর্তৃক আটককৃত প্রায় পৌনে চার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ২৮ বিজিবি ব্যাটালিয়ন সুনামগঞ্জ সদর দফতরে গত ৯ অক্টোবর ২০১৬ হতে ২০ জানুয়ারি ২০১৯ পর্যন্ত বিজিবির বিভিন্ন অভিযানে আটককৃত ৩ কোটি ৬৬ লাখ ৭৬ হাজার ৫৪৩ টাকা মূল্যের ভিন্ন ভিন্ন জাতের দেশীয়, বিদেশী মদ, গাঁজা, ইয়াবাসহ মাদকদ্রব্যজাতীয় সামগ্রী ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন জাতের বিদেশী মদ ২০ হাজার ৮৯৩ বোতল, দেশী মদ ৬৪৯ বোতল, বাংলা মদ সাড়ে ৫ লিটার, গাঁজা ১১ কেজি, ইয়রা ২ হাজার ১৩৯ পিস এবং ভারতীয় বিড়ি ২৪ লাখ ৬৪ হাজার ৭৯০ পিস।
×