ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরীক্ষার্থীরা অনৈতিক পথে না গেলে প্রশ্ন ফাঁস হবে না ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৬:৫৪, ২৩ জানুয়ারি ২০১৯

পরীক্ষার্থীরা অনৈতিক পথে না গেলে প্রশ্ন ফাঁস হবে না ॥ শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, শিক্ষার মূল কথা শিশুর অফুরন্ত সম্ভাবনা তুলে ধরা। আমরা সবাই মিলে চেষ্টা করব শিশুদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে। অনৈতিকতার পথে হেঁটে কখনও ভাল ফল পাওয়া যায় না। কেউ পরীক্ষার আগে অনৈতিক পথের খোঁজ করবেন না। পরীক্ষায় ভাল করা নিশ্চয় জরুরী। কিন্তু সেটিই একমাত্র বিষয় হতে পারে না। আমি সুনাগরিক হিসেবে গড়ে উঠলাম কিনা, সুন্দর মন নিয়ে বড় হচ্ছি কিনা সেটিই জরুরী। মঙ্গলবার চট্টগ্রামে ৪৮তম শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (মাউশি) সচিব মোঃ সোহরাব হোসাইন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক। শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সে পরীক্ষা যেন প্রশ্নপত্র ফাঁসমুক্ত এবং নকলমুক্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কোন ধরনের অনৈতিক পথের খোঁজে নামবেন না। আমরা চাই শিক্ষার্থীরা সঠিকভাবে পড়াশোনা করবে, ঠিকভাবে পরীক্ষা দেবে, ভাল ফল করবে। পরীক্ষার আগে প্রশ্নপত্র পাওয়ার বিষয়ে যদি অভিভাবক ও পরীক্ষার্থীদের আগ্রহ না থাকে তাহলে এ অপকর্মটি যারা করে তাদেরও চেষ্টা থাকবে না। তারা লাভবান হতে না পারলে প্রশ্নফাঁস করবে না। শিক্ষামন্ত্রী ভাল ফলের বিষয়ে বলেন, ভাল ফল অবশ্যই জরুরী। কিন্ত জিপিএ-৫ পাওয়া একমাত্র লক্ষ্য হতে পারে না। আমরা সুনাগরিক হিসেবে গড়ে উঠলাম কিনা সেটি দেখতে হবে। খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত দেশ ও সমাজ গড়তে হবে। এক্ষেত্রে খেলাধুলার বিকল্প নেই। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তির সংগ্রামে এ দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আমরা যখন তোমাদের বয়সী ছিলাম তখন বঙ্গবন্ধুর ছবি দেখতে দেয়া হয়নি। জাতির জনক সম্পর্কে জানতে দেয়া হয়নি। তোমাদের বয়সী শিশু শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এবারের প্রতিযোগিতায় মশাল প্রজ্জ্বলন করেছেন দৌড়বিদ ও ২০০০ সালে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন সারোয়ারুল আলম সোহেল ও রেশমী তঞ্চ্যঙ্গা। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান, চট্টগ্রামের জেলা প্রশাসক মোঃ ইলিয়াস হোসেন, নগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার কুসুম দেওয়ান প্রমুখ।
×