ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ে ২ বিয়েই কাল হলো সনাতনের

প্রকাশিত: ০৬:৫৩, ২৩ জানুয়ারি ২০১৯

মীরসরাইয়ে ২ বিয়েই কাল হলো সনাতনের

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ২২ জানুয়ারি ॥ উপজেলার তালবাড়িয়া এলাকার মেয়ে লাকীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের বাসিন্দা সাইকেল মেকানিক সনাতনের। এই ঘরে জয়শ্রী মজুমদার শান্তা (১০) ও অপূর্ব মজুমদার (৮) নামে দুটি সন্তান আছে। ২ বছর পূর্বে হঠাৎ স্বামী সন্তান ফেলে পরকীয়ার টানে এক ব্যক্তির হাত ধরে টেকনাফে চলে যায় লাকী। এক পর্যায়ে থানায় আটকের পর মেয়েটি মা-বাবা তাকে বাপের বাড়ি নিয়ে আসে। এর ১ বছর পর আবার বিয়ে করে ঘরে আনে দ্বিতীয় স্ত্রী প্রিয়াংকাকে। কিছুদিন যেতে না যেতে হঠাৎ একদিন এসে হাজির হয় লাকী। কয়েক দফা সালিশের মাধ্যমে দুই স্ত্রীকে নিয়ে সংসার শুরু করে সনাতন। এই থেকে সতীনে সতীনে ঝগড়া প্রায়ই লেগে থাকত। একপর্যায়ে দাম্পত্য কলহ শুরু হয়। প্রতিদিন ঝগড়া, হাতাহাতি মারামারি লেগেই থাকত। গত কয়েকদিন যাবত বসতঘর মেরামত নিয়ে তাদের মধ্যে বিবাদ চলছিল। এর মধ্যে উভয়ে কয়েকদফা হাতাহাতিতেও লিপ্ত হয়েছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বসতঘর মেরামত নিয়ে গত সোমবার রাত ১টার দিকে স্বামী সনাতন মজুমদার প্রকাশ সনককে (৪৫) বাড়ির উঠানে লাঠি দিয়ে আঘাত করে প্রথম স্ত্রী। এতে করে তার মাথা ও মুখ ফেটে রক্ত বের হয়। এ সময় দ্বিতীয় স্ত্রী প্রিয়াংকা বাধা দিলেও প্রথম স্ত্রী লাকী স্বামীকে উঠান থেকে টেনেহিঁচড়ে ঘরের ভিতর নিয়ে দরজা বন্ধ করে দেয়। এক পর্যায়ে ঘরে থাকা কাঠমিস্ত্রিদের রেখে যাওয়া করাত দিয়ে স্বামীকে জবাই করে হত্যা করে বস্তাবন্দী করে। এদিকে ২য় স্ত্রী ঘটনা জানতে পেরে পুলিশকে খবর দিলে পুলিশ ওই রাতেই স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে এবং ঘাতক স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায়। নিহত সনাতন মজুমদার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের অনু মিকার বাড়ির ভবরঞ্জনের পুত্র। চকরিয়ায় শিশু স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, চকরিয়ায় অপহরণ শেষে অবস্থা বেগতিক বুঝতে পেরে দুই বছরের শিশুকে গলাটিপে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে মাতামুহুরী ব্রিজের নিছে ওই শিশুর মরদেহ পাওয়া যায়। নিহত শিশু আল ওয়াসি (২) সবুজবাগ আবাসিক এলাকা বাড়ির সামনে থেকে সোমবার বিকেলে অপহৃত হয়। হত্যার শিকার শিশুর বাবা সাহাব উদ্দিন চকরিয়া কালার অফসেট প্রেসের মালিক।
×