ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে বাস-ট্রাকের সংঘর্ষ ॥ নিহত ৪

প্রকাশিত: ০৬:৫৩, ২৩ জানুয়ারি ২০১৯

বাগেরহাটে বাস-ট্রাকের সংঘর্ষ ॥ নিহত ৪

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাটে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে একজন ট্রাকচালক ও তিনজন বাসের যাত্রী। এ সময় আহত হয়েছেন আরও ৩০ যাত্রী। মঙ্গলবার দুপুরে ফকিরহাট উপজেলার পিলজং ইউনিয়নের কলমের দোকান এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নওয়াপাড়া এক্সপ্রেসের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ডাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর উদ্ধার কাজ শেষ করলে যানচলাচল স্বাভাবিক হয়। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করা হয়েছে। সেখান থেকে ২৫ জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। নিহতদের মধ্যে ৩ জনের নাম জানা গেছে। এরা হলো- বালুবাহী ডাম্প ট্রাকচালক সাতক্ষীরার কামরুল ইসলাম (৩২), বাসযাত্রী মোল্লাহাটের বিপিন পোদ্দার (৫৫) ও খুলনার আড়ংঘাটার মাহমুদুল ইসলাম (১৩)। এদের মধ্যে মাহমুদুল হাসান খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরে মারা গেছে। চট্টগ্রামে শিক্ষার্থী চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রাম নগরীর ধনিয়ালাপাড়া এলাকায় সিএনজি অটোরিক্সা এবং টেম্পোর মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের এক শিক্ষার্থীর। হতভাগ্য কাজী মাহমুদুর রহমান (১৪) ৮ম শ্রেণীর ছাত্র। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সকালে মাহমুদ স্কুলে যাচ্ছিল। ধনিয়ালাপাড়া এলাকায় ফ্লাইওভারের মুখে সিএনজি অটোরিক্সা ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় সে। আশঙ্কাজনক অবস্থায় বেশ দ্রুতই তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। দিনাজপুরে ভ্যান আরোহী স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, নবাবগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় হাফিজুর রহমান নামে এক ভ্যান আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ভ্যানের চালককে দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে নবাবগঞ্জ উপজেলার দাউদপুর-নবাবগঞ্জ সড়কের বাজারের পাশে হালুয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান (৪৫) নবাবগঞ্জ উপজেলার রঘুনন্দ গ্রামের মশিউর রহমানের ছেলে। আহত ব্যক্তি ভ্যানের চালক নজরুল ইসলাম নবাবগঞ্জের হালুয়া গ্রামের আবদুল গফুরের ছেলে। নীলফামারীতে ব্যবসায়ী স্টাফ রিপোর্টার, নীলফামারী থেকে জানান, সড়ক দুর্ঘটনায় মুদি ব্যবসায়ী জামিয়ার রহমান (৬০) নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে জেলা সদরের নীলফামারী-রামগঞ্জ সড়কে টুপামারী ইউনিয়নের সামসুল হক অটো রাইস মিলের সামনে ঘটনাটি ঘটে। নিহত জামিয়ার রহমানের বাড়ি জেলার জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের সরকারপাড়া গ্রামে। সিরাজগঞ্জে প্রেস মালিক স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ থেকে জানান, ট্রাক চাপায় মুন্নাফ সরকার (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্নাফ সরকারের বাড়ি বেলকুচি পৌরসভার চন্দন গাঁতী মহল্লায়। তিনি মুকুন্দগাঁতী মনোয়ারা প্রিন্টিং প্রেসের মালিক। নান্দাইলে বাইক চালক সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ থেকে জানান, উপজেলায় সড়ক দুর্ঘটনায় রহমত উল্লাহ (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এই ঘটনায় আবু হানিফা (২৩) নামে একজন গুরুত্বর আহত হয়েছেন। নিহত রহমত উল্লাহ চামটা গ্রামের নূরু মিয়ার পুত্র। চরফ্যাশনে শিশু নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন থেকে জানান, ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ১নং ওয়ার্ডে পিকনিকের মাইক্রোবাস চাপায় জাবেদ (৬) মঙ্গলবার দুপুর আনুমানিক ৩টার সময় ঘটনাস্থলে নিহত হয়। সে ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জামালের পুত্র। এলাকাবাসী ধাওয়া করে ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করতে না পেরে থানায় ফোন করলে দক্ষিণ আইচা বাজারে ২টি মাইক্রোবাস ও চালককে আটক করতে সক্ষম হয় পুলিশ।
×