ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে মৌ বাক্স বিতরণ

প্রকাশিত: ০৬:৫২, ২৩ জানুয়ারি ২০১৯

বিনামূল্যে মৌ বাক্স বিতরণ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২২ জানুয়ারি ॥ ধামইরহাটে ৪ জন কৃষকের মাঝে মধু সংগ্রহ এবং মৌচাষে আগ্রহী করার লক্ষ্যে বিনামূল্যে মৌ বাক্স বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে মঙ্গলবার বেলা কৃষকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের নওগাঁর উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মঈন উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মাজেদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেলিম রেজা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন সিদ্দিক, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আলেফ উদ্দিন, সাংবাদিক হারুন আল রশীদসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও এলাকার কৃষকগণ। যশোর ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটি স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় ‘যশোর ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটি’ গঠন করা হয়েছে। সোমবার রাতে জেলার প্রাচীন স্থাপত্য রক্ষায় অনুষ্ঠিত এক নাগরিক মতবিনিময় সভা থেকে এই কমিটি গঠন করা হয়। সভাটি যশোর ইনস্টিটিউটের শিশু চিত্ত বিনোদন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সভা থেকে প্রবীণ সাংবাদিক রুকুনউদৌলাহ্কে আহবায়ক ও এ্যাডভোকেট মাহামুদ হাসান বুলুকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়। কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার রাতে সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে সঙ্গে দেখা করেন। জেলা পরিষদ ভবন পরিত্যক্ত ঘোষণা করে ভেঙ্গে ফেলার সিধান্ত বাতিলের বিষয়ে প্রতিমন্ত্রীর কাছে সহায়তা চান।
×