ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৫২, ২৩ জানুয়ারি ২০১৯

টুকরো খবর

লরি ও ট্রেন সংঘর্ষ ॥ নিহত এক নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২২ জানুয়ারি ॥ টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি নামকস্থানে মঙ্গলবার ভোরে ট্রাক-লরি ও ট্রেনের সংঘর্ষে প্রাণ গেল লরির চালকের। এ ঘটনায় লরির হেলপার ও ট্রাকের দুজন আহত হয়েছে। নিহত লরির চালক কিশোরগঞ্জ জেলার রামদিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে রহমত আলী । স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী লবণ ভর্তি একটি ট্রাক উপজেলার আনালিয়াবাড়ী নামকস্থানে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই লরির চালক রহমত আলী (৫৫) নিহত হয়। আহত হয় লরির হেলপার ও ট্রাকের চালকসহ তিনজন। নিহতের লাশ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে। রাষ্ট্রবিরোধী প্রচার ॥ মহিলা দলনেত্রী আটক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক প্রচারের অভিযোগে চট্টগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীকে আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে দশটার দিকে জিইসি মোড় এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব। র‌্যাব সূত্রে জানানো হয়, আটক মাহফুজা আক্তার লিটা চট্টগ্রাম মহানগর মহিলা দলের প্রচার সম্পাদক। ফেসবুকে বিভিন্ন সময়ে তিনি রাষ্ট্র, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামরিক বাহিনীকে নিয়ে আপত্তিকর ও উস্কানিমূলক পোস্ট দিয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলাও রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপহৃত স্কুলছাত্রী উদ্ধার নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২২ জানুয়ারি ॥ কচুয়ায় অপহরণের ১ দিন পর স্কুলছাত্রী উদ্ধার। সোমবার উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া গ্রামের নবম শ্রেণীতে পড়ুয়া স্কুলছাত্রী তার ফুফু বাড়ি পালখাল মডেল ইউনিয়নের সফিবাদ গ্রামে যাবার পথে সকাল ১০টার সময় সিংহআড্ডা রাস্তা থেকে দুষ্কৃতিকারীরা সিএনজিতে করে অপহরণ করে নিয়ে যায়। ওই দিন রাতে স্কুলছাত্রীর পিতা জামাল হোসেন সফিবাদ গ্রামের শাহনেওয়াজসহ পাঁচজনকে বিবাদী করে শিশু ও নারী নির্যাতন আইনে কচুয়া থানায় একটি মামলা দায়ের করে। মঙ্গলবার সকালে কচুয়া থানা পুলিশ স্কুলছাত্রীকে চান্দিনা উপজেলার নবাবপুর এলাকা থেকে উদ্ধার করে চাঁদপুরের আদালতে প্রেরণ করে। পাবনায় অনি হত্যা মামলা পুনঃতদন্তের দাবি নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২২ জানুয়ারি ॥ স্কুলছাত্র অনিবাবু হত্যা মামলা পুনতদন্তের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে নিহত অনির বাবা রবিউল ইসলাম। মঙ্গলবার দুুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিলনের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ এনে মামলাটি পুনঃতদন্তের জন্য পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) স্থানান্তর করার দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে রবিউল ইসলাম জানান, আতাইকুলা থানার ওসি মনিরুজ্জামান এবং এসআই মিলন আশ্বস্ত করেছিলেন সঠিকভাবে তদন্ত হবে এবং তারা ন্যায়বিচার পাবে। সরল বিশ্বাসে তাদের কথা মেনে নিয়েছিলাম। কিন্তু পুলিশ যেভাবে চার্জশীট দিয়েছে তাতে তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে যাচ্ছেন বলে উল্লেখ করেন।
×