ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে দুর্বৃত্তের হামলায় শিক্ষক আহত

প্রকাশিত: ০৬:৫২, ২৩ জানুয়ারি ২০১৯

দৌলতপুরে দুর্বৃত্তের হামলায় শিক্ষক আহত

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২২ জানুয়ারি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে আজিজুল ইসলাম নামে এক স্কুল শিক্ষককে পিটিয়ে আহত করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মথুরাপুর বাজারের পাশে তার ওপর হামলা করা হয়। আহত শিক্ষককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক হিসেবে কর্মরত আছেন। আহত শিক্ষক আজিজুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে মথুরাপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় পথের মধ্যে তার গতিরোধ করে স্থানীয় সন্ত্রাসী ও চোরের সরদার নাইফুল ইসলাম তাকে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে মারপিট করে গুরুতর আহত করে। স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। উল্লেখ্য, প্রায় ৬ মাস আগে শিক্ষক আজিজুলের বাড়িতে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে তিনি দৌলতপুর থানায় কারও নাম উল্লেখ না করে একটি জিডি করেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাইফুল ও মামুন নামে দুজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। হাজত থেকে ছাড়া পাওয়ার পর শিক্ষক আজিজুলকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল নাইফুল। নাইফুল একই গ্রামের আশরাফ আলীর ছেলে।
×