ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে দুটি বাড়ির জন্য থমকে গেছে সড়কের কাজ

প্রকাশিত: ০৬:৪৯, ২৩ জানুয়ারি ২০১৯

রাজশাহীতে দুটি বাড়ির জন্য থমকে গেছে সড়কের কাজ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দুটি পরিবারের দায়ের করা মামলার কারণে থমকে গেছে রাজশাহী নগরের নির্মাণাধীন দরিখরবোনা-উপশহর এলাকার প্রায় ৪০০ মিটার সড়ক প্রশস্তকরণের কাজ। কাজ শুরুর পর মাঝ পথে থেমে যাওয়ায় বেকায়দায় পড়েছেন সড়কটিতে চলাচলকারীসহ নগরবাসী। উপশহরসহ আশপাশের বেশ কয়েকটি এলাকার প্রবেশের মুখ হওয়ায় এই সড়কটি বেশ গুরুত্বপূর্ণ। তবে নির্মাণাধীন ভাঙাচোরা সড়কটি এখন স্থানীয়দের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি এতদিন সরু থাকায় সড়কটি ব্যবহারকারীদের দুর্ভোগে পড়তে হতো। বহুদিন থেকেই সড়কটি প্রশস্তকরণের দাবি ছিল। রাজশাহীতে মানুষের পাশাপাশি যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নগরীর প্রায় প্রতিটি সড়কই এখন প্রশস্ত করার পদক্ষেপ নেয়া হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) সে ভাবেই তাদের প্লান মাফিক কাজে হাত দেয়। ইতোমধ্যেই এই সড়কটি প্রশস্তকরণের জন্য জমি অধিগ্রহণ করে ঠিকাদাররা মাধ্যমে কাজ শুরু করা হয়। ঠিকাদারা প্রয়োজনীয় পদক্ষেপ সম্পন্ন করে পুরান সড়কটি ভেঙ্গে প্রশস্তকরণের কাজ শুরু করেছে। সড়কের পাশাপাশি এর দুই ধারেই বড় ড্রেনও একসঙ্গে নির্মাণ করা হচ্ছে।
×