ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রশাসন নির্বিকার

ময়মনসিংহে সড়কের অর্ধেক এখন হকারদের দখলে

প্রকাশিত: ০৬:৪৯, ২৩ জানুয়ারি ২০১৯

ময়মনসিংহে সড়কের অর্ধেক এখন হকারদের দখলে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ আগের চেহারায় ফিরে এসেছে ময়মনসিংহের ফুটপাথ! তবে এবার ফুটপাথ ছাপিয়ে হকারদের কব্জায় গেছে বেশিরভাগ ব্যস্ত সড়কের অর্ধেক জায়গা। ফুটপাথ দখলের পর এবার হকারদের সড়ক দখলের এমন প্রতিযোগিতায় ক্ষুব্ধ নাগরিক নেতাসহ নগরবাসী। কারণ ফুটপাথ ও সড়ক দখল করে হকাররা পণ্য সামগ্রীর পসরা সাজিয়ে বসায় যানজট বেড়ে নগরবাসীর ভোগান্তিকে অসহনীয় করে তুলেছে। অথচ এ নিয়ে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নিতে নির্বিকার সিটি কর্পোরেশনসহ স্থানীয় প্রশাসন। অভিযোগ রয়েছে, হকারদের ফুটপাথ ও সড়কে বসার সুযোগ দিয়ে একটি মহল প্রতিদিন মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এর ভাগ যাচ্ছে নানা মহলে। স্থানীয় প্রশাসন ও সিটি কর্পোরেশন ঢাকঢোল পিটিয়ে ফুটপাথ ও সড়ক থেকে হকার উচ্ছেদের পর আবার আগের চেহারায় ফিরে আসায় জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী আনোয়ার হোসেন জানান, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রয়োজনীয় লোকবলের অভাবে অভিযান পরিচালনা করতে পারছেন না তারা। আর ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানালেন, বিষয়টি দেখার দায়িত্ব সিটি কর্পোরেশনের। তারপরও সিটি কর্পোরেশন পুলিশের সহায়তা চাইলে সেটি দেয়া হবে। হকার উচ্ছেদে সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের এমন বক্তব্যে হতাশ নগরবাসী। নগরীর ব্যস্ততম বাণিজ্যিক সড়ক গাঙিনাপাড়, স্টেশন রোড, দুর্গাবাড়ি রোড, নতুন বাজার, স্বদেশি বাজার, ট্রাঙ্কপট্টি, চরপাড়াসহ বেশিরভাগ সড়কের ফুটপাথ এবং সড়কের দুইপাশের অর্ধেক জায়গা দখল করে প্রতিদিন সকাল সন্ধ্যা বিভিন্ন পণ্য সামগ্রীর পসরা সাজিয়ে বসছে সংঘবদ্ধ হকাররা। সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসনের নাকের ডগায় এভাবে হকাররা দোকান পেতে বসায় পথচারীদের হেঁটে চলার কোন জায়গা থাকছে না। রাস্তার জায়গা কমে আসায় প্রতিদিন সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট। ফলে সময়মতো যেমন গন্তব্যে পৌঁছাতে পারছে না কেউ, প্রচ- ভিড়ের কারণে ঘটছে পকেটমার ও ছিনতাইয়ের ঘটনা। অভিযোগ রয়েছে, হকারদের দোকান পেতে বসার সুযোগ দিয়ে বিভিন্ন সংস্থার নামে একটি মহল মোটা অঙ্কের টাকা আদায় করছে। এর বাইরে ময়মনসিংহ সড়ক বিভাগের মালিকানাধীন চরপাড়া, গাঙিনাপাড় ও স্টেশন রোডের রাস্তার ওপর দোকান পেতে বসা হকারদের কাছে থেকে পেছনে থাকা এক শ্রেণীর দোকান মালিক ও ব্যবসায়ীও বখরা আদায় করছেন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে চরপাড়া মোড় থেকে পলিটেকনিক গেট পর্যন্ত সওজের জায়গার ওপর দুপাশে যেসব হকার প্রতিদিন দোকান পেতে বসছে তাদের প্রত্যেককেই পেছনে থাকা স্থানীয় দোকান মালিক ও ব্যবসায়ীকে হকারদের দোকান প্রতি ৩০০/৪০০ টাকা হারে গুনতে হচ্ছে। তবে বিষয়টি স্বীকার করেনি কোন হকার কিংবা দোকান মালিক। নগরীর চরপাড়া এলাকায় সড়কের ওপর তিন শতাধিক ও গাঙিনাপাড় সড়কে পাঁচ শতাধিক দোকান রয়েছে হকারদের। এর বাইরে নগরীর বিভিন্ন সড়কের ওপর আরও অন্তত পাঁচশ’ হকার বসছে প্রতিদিন। গেল বছর স্থানীয় প্রশাসন ও সিটি কর্পোরেশন ঢাকঢোল পিটিয়ে সড়কের ওপর থেকে হকার তুলে দিয়েছিল। কিন্তু মাস না যেতেই আবার সড়কে দোকান পেতে বসে সব হকার। স্থানীয় সূত্র জানায়, এর আগে বিভিন্ন সময়ে হকারদের সরিয়ে নগরীর গাঙিনাপাড় ও বাসা বাড়ি হকার্স মার্কেটে পুনর্বাসন করা হয়েছিল। কিন্তু ওইসব হকার্স মার্কেটে কোন দোকানের এখন মালিকানা নেই হকারদের।
×