ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে শিশুদের শীতজনিত রোগ বাড়ছে

প্রকাশিত: ০৬:৪৮, ২৩ জানুয়ারি ২০১৯

যশোরে শিশুদের শীতজনিত রোগ বাড়ছে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সোমবার দুপুর ১২টা বহিঃবিভাগে শিশু রোগীর ভিড়। ঠা-াজনিত রোগে অধিকাংশ রোগীরা এসেছে বলে স্বজনরা জানিয়েছেন। চিকিৎসকের চেম্বারের সামনে বসা আনোয়ারা খাতুন জানান, ঠা-াজনিত কারণে তার আড়াই বছরের ছেলে অসুস্থ। তিনি আরও জানিয়েছেন, ৪/৫ দিন ধরে জ্বর, বমি, ও ঠাণ্ডা কাশিতে আক্রান্ত হওয়ায় স্থানীয়ভাবে চিকিৎসায় ফল নয় পেয়ে হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে এসেছি। শুধু আনোয়ারা বেগম না; তার মত শুকুর আলী, আছিয়া বেগম, আঞ্জুআরাসহ একাধিক শিশুর অভিভাবক একই কারণ বর্ণনা করলেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আন্তঃবিভাগ ও বহিঃবিভাগ মিলে রবিবার ও সোমবার বিকেল পর্যন্ত মোট ২৪৯ শিশু ঠা-াজনিত রোগে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে শিশু ওয়ার্ডে ৬৯ শিশু, ডায়রিয়া ওয়ার্ডে ৩৬ শিশু এবং বহিঃবিভাগ থেকে ১৪৪ শিশু চিকিৎসা নিয়েছে। শিশু ওয়ার্ডের সেবিকা রিনা সুলতানা জানিয়েছেন, আবহাওয়া জনিত কারণে শিশুরা ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। তবে আক্রান্তদের মধ্যে বয়স্ক রোগীও রয়েছেন। এ সময় রোগীর চাপে সেবা দিতে হিমশিম খেতে হয়। ফলে অন্যান্য সময়ের তুলনায় এ সময় ওয়ার্ডে সেবিকা সংখ্যা বাড়ালে সেবা দিতে সুবিধা হয়। কুড়িগ্রাম স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, কুড়িগ্রামের রৌমারীতে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু ডায়রিয়া। গত এক সপ্তাহে ২৩০ শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে বলে উপজেলা জানা যায়। দিন দিন রোগীর ভর্তির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন চিকিৎসকরা। বেডে জায়গা না হওয়ায় রোগীদের বারান্দায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। জানা যায়, ঠা-া আবহাওয়া ও তীব্র শীতের কারণে শিশু ও বৃদ্ধরা এ রোগে আক্রান্ত হচ্ছে বেশি। ফলে ডায়রিয়ার প্রকোপ মারাত্মক আকার ধারণ করছে। দিশেহারা হয়ে পড়েছেন শিশুর অভিভাবকরা। ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের মধ্যে উপজেলার নয়ারচর গ্রামের সিরাজুলের ছেলে রায়হান (১০) মাস, তিনতলি গ্রামের রশিদের ছেলে আনহা (৪) মাস, বাতারগ্রামের জমিলার মেয়ে ফারজানা (১১) মাস, দক্ষিণ বাইটকামারী গ্রামের দুলালের ছেলে হৃদয় (১০) মাস, কলেজপাড়ার রোকনুজ্জামানের ছেলে তাওসিব (১৩) মাস, কলাবাড়ি গ্রামের ময়নালের ছেলে রাব্বি (১৮) মাস, উত্তর খাওরিয়ারচর গ্রামের মালেকের ছেলে সজিব (৬) মাস, কর্তিমারী বাজারপাড়ার আমির আলীর ছেলে সাব্বির (২) বছরসহ ডায়রিয়ায় আক্রান্ত দুই শতাধিক শিশু চিকিৎসা নেয়ার তথ্য পাওয়া যায়। শিশু ও বৃদ্ধরা আশঙ্কাজনক হারে ডায়রিয়ায় আক্রান্ত হলেও এখন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ কোন প্রকার মেডিক্যাল টিম গঠন করেনি। আরএমও ডাঃ মোমেনুল ইসলাম হুমায়ুন বলেন, অতিরিক্ত ঠা-া আবহাওয়ায় ও কনকনে শীতের কারণে শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে শিশুদের পানি শূন্যতার সৃষ্টি হচ্ছে এবং তারা খুবই কষ্ট ও দুর্বল হয়ে পড়ছে।
×