ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিডিকমের ঋণমান এসটি-২

প্রকাশিত: ০৬:৪৪, ২৩ জানুয়ারি ২০১৯

বিডিকমের ঋণমান এসটি-২

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডিকম অনলাইনের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করা হয়েছে। এই রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং ঋণমান দীর্ঘ মেয়াদে ‘ডাবল এ মাইনাস’ হয়েছে। আর স্বল্প মেয়াদে ‘এসটি-২’। কোম্পানির ৩০ জুন, ’১৮ সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করছে ইসিআরএল। এ ক্যাটাগরির কোম্পানিটি ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির মোট শেয়ারের ২৩.১০ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে রয়েছে ২৫.৯৬ শতাংশ এবং ৫০.৯৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে। -অর্থনৈতিক রিপোর্টার
×