ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাট্টালি টেক্সটাইলের মুনাফা বেড়েছে

প্রকাশিত: ০৬:৪৩, ২৩ জানুয়ারি ২০১৯

কাট্টালি টেক্সটাইলের মুনাফা বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত কাট্টালি টেক্সটাইলের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৭৮ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথমার্ধে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ১৮) এই মুনাফা বেড়েছে। চলতি অর্থবছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৬ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৫৪ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.৪২ টাকা বা ৭৮ শতাংশ। এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০১৮) ইপিএস হয়েছে ০.৪৯ টাকা। যা আগের বছরের একই সময়ে হয়েছিল ০.২৮ টাকা। বাণিজ্যিক ফ্লোর কিনবে বিবিএস ক্যাবল অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিএস ক্যাবলসের পরিচালনা পর্ষদ কোম্পানির কর্পোরেট হেড অফিসের জন্য বাণিজ্যিক স্থান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১৭ হাজার ৮৭.৮৪ বর্গফুটের বাণিজ্যিক স্থান ক্রয় করবে (সমানুপাতিক জমি এবং ১৫টি কার পাকিংসহ)। রাজধানীর মতিঝিলের এ্যাডভান্স নূরানী টাওয়ার, রাজউক প্লট #০১ এ জমি ক্রয় করবে।
×