ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভেজালবিরোধী অভিযানে দণ্ড ও জরিমানা

প্রকাশিত: ০৬:৪০, ২৩ জানুয়ারি ২০১৯

ভেজালবিরোধী অভিযানে দণ্ড ও জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিভিন্ন এলাকায় ভেজালবিরোধী অভিযানে কয়েকটি রেস্টুরেন্ট ও ফার্মেসির ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ আদেশ প্রদান করেন। জানা যায়, ডিএসসিসির অঞ্চল ১ এর আওতাধীন ঢাকা মেডিক্যাল এবং শাহবাগ এলাকার কয়েকটি ফার্মেসি এবং হোটেলে অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। এ সময় মাহিম ফার্মেসির ব্যবস্থাপক মাহিম, সোনারগাঁও ফার্মেসির রাজন এবং হোটেল সিলভানা মোস্তফা কামাল প্রত্যেককে ৫ দিন করে কারাদ- দেয়া হয়। এছাড়া ডে নাইট ফার্মেসিকে ৫০ হাজার ইউনাইটেড ড্রাগকে ১০ হাজার এবং টি এস মেডিসিন কর্নারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অঞ্চল ২ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে খিলগাঁও এলাকায় পরিচালিত অভিযানে ভোলা ভাই বিরিয়ানি হাউজের মালিক সোহেলকে ২ দিনের কারাদণ্ড প্রদান এবং প্রিন্স হোটেলকে ১০ হাজার ঢাকা বিরিয়ানি এবং কাবাব ঘরকে ১৫ হাজার নিউ ঢাকা হোটেলকে ৫ হাজার রাজ্জাক বিরিয়ানিকে ৫ হাজার এবং ফুটপাথে খাবার বিক্রেতা ৩ জনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অঞ্চল ৪ এ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উদয়ন দেয়ানের নেতৃত্বে আগা সাদেক রোড এলাকায় পরিচালিত অভিযানে যমুনা বেকারি এ্যান্ড কনফেকশনারীর মালিক আব্দুস সালামকে ৫ দিনের কারাদ- প্রদান করা হয়। এছাড়া সিটি বেকারি এ্যান্ড কনফেকশনারীকে ৫০ হাজার আনোয়ার ফুডকে ১০ হাজার এবং সরকার ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অঞ্চল ৫ এ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শামসুল হকের নেতৃত্বে পূর্ব ধোলাইরপাড় এলাকায় পরিচালিত অভিযানে মাই হোমিও হেলথ কেয়ার ফার্মেসির ব্যবস্থাপক মনিরুল ইসলাম এবং মিতালী হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের মালিক আজিজুর রহমানকে ৩ দিন করে কারাদ- প্রদান করা হয়। এছাড়াও পূবালী হোটেল এ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার ক্যাফে এ্যান্ড জেনারেল স্টোর কনফেকশনারিকে ২০ হাজার এবং ফেমাস হেয়ার কাটিং সেলুনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মাদক সেবন ও বিক্রির দায়ে আটক ৬১ ॥ রাজধানীতে মাদকদ্রব্যসহ ৬১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃতরা প্রত্যেকে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার ২৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৫১ গ্রাম হেরোইন, ৫৪ বোতল ফেনসিডিল, ৮১৫ গ্রাম গাঁজা ও ২৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করা হয়েছে।
×