ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল দাবিতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের অবস্থান কর্মসূচী

প্রকাশিত: ০৬:১০, ২৩ জানুয়ারি ২০১৯

৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল দাবিতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের অবস্থান কর্মসূচী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ সরকারী চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচী পালন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। পরবর্তীতে ছাত্রলীগ নেতাদের আশ^াসে দু’ঘণ্টা পর তারা অবরোধ ছেড়ে দেন। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়। তবে বিকেল ৪টায় শাহবাগ মোড় অবরোধ করে। অবরোধকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘৩০ ভাগ কোটার পুনর্বহাল ও শতভাগ বাস্তবায়ন চাই’, ‘স্বঘোষিত রাজাকারের বাচ্চাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’, ‘মুক্তিযোদ্ধারা রাস্তায় কেন; মেধাবীরা বলতে পারো’, ‘৭৫-৯৬, ২১ বছরের কোটার হিসাব চাই’, ‘কোটা কোন খোঁটা নয়, কোটা মোদের উপহার’ ইত্যাদি। বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে অবরোধস্থলে আসেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চেীধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। রাজধানীর ব্যস্ততম সড়ক শাহবাগে জনদুর্ভোগ সৃষ্টি না করে শান্তিপূর্ণ উপায়ে দাবি জানানোর আহ্বান করেন। একই সঙ্গে সরকারী চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলে আশ্বাস দেন। তাদের আহ্বানে সাড়া দিয়ে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিয়ে মিছিল করে ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাম্পাসের দিকে চলে যায়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আল মামুন বলেন, সরকারী চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে আমরা প্রায় দু’ঘণ্টা শাহবাগে অবস্থান করেছিলাম। এরপরে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এসে আমাদের আশ্বাস দেন যে তারা আমাদের দাবি দাওয়া পেশ করার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রতিনিধি দলের সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন। সেই আশ্বাসে আমরা অবস্থান কর্মসূচী থেকে সরে আসি। অবরোধের প্রসঙ্গে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, জাতীয় জাদুঘরের সামনে থেকে তারা হঠাৎ করে শাহবাগে অবস্থান নেয়। পুলিশ তাদের বুঝিয়েছে, রাস্তা অবরোধ করে আন্দোলন চলবে না। এখন যান চলাচল স্বাভাবিক আছে।
×