ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নির্বাচনে বিএনপি নয়, পরাজিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ॥ ফখরুল

প্রকাশিত: ০৬:০৯, ২৩ জানুয়ারি ২০১৯

নির্বাচনে বিএনপি নয়, পরাজিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ॥ ফখরুল

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২২ জানুয়ারি ॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের জাতীয় নির্বাচনে বিএনপি-ঐক্যফ্রন্টের পরাজয় হয়নি, পরাজিত হয়েছে আওয়ামী লীগের, পরাজিত হয়েছে মানুষের সব শুভ ভাবনা চিন্তার, আমাদের মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধের সেই চেতনার পরাজয় হয়েছে। এবারের ৩০ ডিসেম্বর ছিল বাংলাদেশের গণতন্ত্র হত্যা দিবস। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও মির্জা রুহুল আমিন মিলনায়তনে জেলা বিএনপির আয়োজিত নির্বাচনোত্তর এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, শুধু ঠাকুরগাঁওয়ে নয়, সারাদেশে মুক্তিযুদ্ধের চেতনার পরাজয় হয়েছে। আমাদের সব মূল্যবোধ রাতের অন্ধকারে হঠাৎ ডাকাত এসে কেড়ে নিয়ে গেছে। চিন্তা ভাবনা সব কিছুকে কেড়ে নেয়া হয়েছে। কারণ রাষ্ট্র যদি শত্রুতে পরিণত হয়, নিপীড়ক হয় ও ডাকাতি করে তখন সেই সাধারণ মানুষ যারা নিরস্ত্র অসহায় তারা কি করবে। ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ সংবিধানকে ধ্বংস করে দিয়েছে, মানুষের আশা আকাক্সক্ষাকে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে, বাংলাদেশের যে গণতান্ত্রিক ভবিষ্যত ছিল আওয়ামী লীগ সেটাকে নষ্ট করে দিয়েছে। সারাদেশে ৯৮ হাজার মিথ্যা মামলায় ২৬ লাখ আসামি কেউ বাদ পড়েনি। তাই দেশকে বাঁচাতে, গণতন্ত্রকে বাঁচাতে জেগে উঠতে হবে। আমাদের দায়িত্ব সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনা। তাই আমরা জনগণকে সঙ্গে নিয়ে ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করছি। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ও এই নির্বাচন কমিশনের অধীনে দেশে আর কোন সুষ্ঠু নির্বাচন হবে না। তারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা জনগণের মতামতকে প্রাধান্য দেয় না। যারা ভোটের অধিকার-গণতন্ত্র লুট করেছে, মা-বোনের ইজ্জত কেড়ে নিয়েছে, মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করেছে তাদের ক্ষমা করা করা যাবে না। তাই এই নির্বাচন বাতিল করে নিরপেক্ষ নির্বাচন দেয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারকে বাধ্য করারও আহ্বান জানানো হয়।
×