ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উপজেলা নির্বাচন বানচালে গোপন বৈঠক

প্রকাশিত: ০৫:৫৭, ২৩ জানুয়ারি ২০১৯

উপজেলা নির্বাচন বানচালে গোপন বৈঠক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বানচাল করার পরিকল্পনা নিতে বিএনপি-জামায়াতের গোপন বৈঠক পুলিশী তৎপরতায় ভ-ুল হয়ে গেছে। বৈঠকে নেতৃত্বদানকারী জামায়াত নেতা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বহিষ্কৃত চেয়ারম্যান তোফায়েল আহমদ সোমবার রাতে কলাতলীর একটি গেস্ট হাউস থেকে পালিয়ে রক্ষা পেলেও মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে পাঠিয়েছে বান্দরবান আদালতের বিচারক। সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের অপসারণকৃত চেয়ারম্যান, নাশকতাসহ বিভিন্ন সময় দায়ের হওয়া ২৩ মামলার পলাতক আসামি তোফায়েল আহমদ সোমবার রাতে নাইক্ষ্যংছড়ি আওয়ামী লীগ নেতা আবু তাহের কোম্পানির কলাতলীর একটি ভাড়াটে হোটেলে গোপন বৈঠকে বসেন। এতে স্থানীয় বিএনপি-জামায়াতের কয়েকজন নেতা উপস্থিত হওয়ার কথা ছিল। এর আগেই একদল পুলিশ ঘিরে ফেলে ওই হোটেল। তবে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন জামায়াত নেতা তোফায়েল। নাটের গুরুখ্যাত এ জামায়াত নেতার বিরুদ্ধে অস্ত্র, ইয়াবা ও রামু বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ঘটনাসহ বহু নাশকতা মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। একাধিক সূত্র জানায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বানচাল করতে গোপন মিশনে নামার পরিকল্পনা নেয় জামায়াতীরা। এ উপলক্ষে গোপন বৈঠকে বসার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মতে সোমবার রাত সাড়ে নয়টায় জামায়াত নেতা তোফায়েল আহমদ উপস্থিত হন শহরের কলাতলীর নিশান গেস্ট হাউসে। সেখানে আগে থেকে অপেক্ষমাণ নাইক্ষ্যংছড়ি আওয়ামী লীগ নেতা আবু তাহের কোম্পানি তাকে বরণ করে নিয়ে যান এবং বৈঠক থেকে পালিয়ে যেতে সহযোগিতা করেন বলে অভিযোগ রয়েছে। তবে আবু তাহের কোম্পানির বক্তব্য পাওয়া না গেলেও তার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গোপন বৈঠক নয়, তোফায়েল আহমদের সঙ্গে তাহের কোম্পানির অংশীদারিত্ব ইটভাঁটির ব্যবসা রয়েছে। তাই ব্যবসার হিসাব করতে দুইজন বৈঠকে বসেন।
×