ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এরশাদ সুস্থ আছেন

প্রকাশিত: ০৫:৫৫, ২৩ জানুয়ারি ২০১৯

এরশাদ সুস্থ আছেন

স্টাফ রিপোর্টার ॥ সিঙ্গাপুরে চিকিৎসাধীন প্রধান বিরোধী দলের নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর গুঞ্জনকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে তার দল জাতীয় পার্টি। মঙ্গলবার এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভাল আছেন, সুস্থ আছেন। রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় এবং লিভারের সমস্যার উন্নত চিকিৎসা নিতে রবিবার সিঙ্গাপুরে যান জাপা চেয়ারম্যান এরশাদ। গুরুতর অসুস্থ এরশাদকে সেদিন হুইল চেয়ারে করে বারিধারার পার্ক রোডের বাসার নিচতলায় নামিয়ে আনেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। অন্যবারের মতো তিনি সেদিন দলের নেতাকর্মীদের উদ্দেশে কিছু বলে যেতে পারেননি। দলের প্রেসিডিয়াম সদস্য খালেদ আখতার, এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং মোর্শেদের স্ত্রী রুখসানা খান মোর্শেদও সেদিন তার সঙ্গে সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুর যাওয়ার পর থেকে এরশাদকে নিয়ে নানা ধরনের গুজব শুরু হয়। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে এরশাদের মৃত্যুর গুঞ্জন শুরু এরশাদের ভাগনি জামাই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, আমি কিছুক্ষণ আগে টেলিফোনে উনার সঙ্গে কথা বলেছি। উনার অবস্থা আগের চেয়ে ভাল। ফেসবুকের খবর সত্য নয়। পরে এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী সংবাদ মাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে একই কথা বলেন। তিনি জানান, সিঙ্গাপুরে এরশাদের সঙ্গে তার কথা হয়েছে, এরশাদ এখন অনেক ‘ভাল বোধ করছেন’। ‘গুজবে কান না দিয়ে’ এরাশাদের জন্য সবাইকে দোয়া করতে বলেছেন তার ডেপুটি প্রেস সেক্রেটারি। এদিকে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে এক আবেকঘন স্ট্যাটাস দিয়েছেন। মঙ্গলবার বিকেলে লেখা স্ট্যাটাসে তিনি বলেন, ‘উনাকে আরও কিছুদিন বাঁচতে দিন। আমি আজমীর খাজাবাবার কাছে এসেছি উনার জন্য দোয়া করতে। এফবিতে দেখছি অনেকে উনাকে মেরে ফেলেছেন নিউজ দিয়ে। বিশ^াস করুন উনি আরও কিছুদিন বাঁচতে চান আমাদের ছেলে এরিখটার জন্য। উনি এই পৃথিবীতে এরিখ ছাড়া হয়ত আর কাউকে এত ভালবাসেননি। তাই আমিও মাতৃত্বের জন্য সব ধরনের লড়াই করার পরও ছেলেকে বাবার কাছ থেকে আলাদা করতে পারিনি। সবচেয়ে বেশি সেক্রিফাইজ করেছি আমি আমার সন্তানকে কাছে না রেখে, চোখে না দেখে। তারপরও ও আমাকে পরম আনন্দ দেয়। বাবা ছেলের খুনসুটি ও আড্ডা দেখে পরম আনন্দ পাই ...। এত বয়সের গেপ, বাবা-ছেলে তারপরও চোখে পড়ার মতো বন্ধুত্ব...। সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন এরশাদ শারীরিকভাবে খুবই দুর্বল। সম্প্রতি তার হার্টের বাল্ব লাগানো, লিভারের সমস্যা ও রক্তে ইনফেকশনসহ বার্ধক্যজনিত কারণে তিনি ঘনঘন অসুস্থ হয়ে পড়ছেন। সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন এরশাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। আগামী দু-একদিনের মধ্যে চিকিৎসায় কোন ধরনের উন্নতি হয়েছে কি না- সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।
×