ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বোচ্চ চেষ্টা চালাতে ইউএনএইচসিআরের প্রতি আহ্বান

প্রকাশিত: ০৭:২৪, ২২ জানুয়ারি ২০১৯

রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বোচ্চ চেষ্টা চালাতে ইউএনএইচসিআরের প্রতি আহ্বান

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জাতিসংঘে শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের প্রতি মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বোচ্চ চেষ্টা চালানোর আহŸান জানিয়েছেন। বাংলাদেশে ইউএনএইচসিআরের নবনিযুক্ত আবাসিক প্রতিনিধি স্টিভেন করলিস সোমবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর কাছে তার পরিচয়পত্র পেশ করতে গেলে মন্ত্রী এ আহ্বান জানান। খবর বাসসর। ড. মোমেন জাতিসংঘের সর্বশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্থাপিত তিন দফা, মিয়ানমারে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন ও কফি আনান কমিশনের কথা তুলে ধরে রোহিঙ্গা সঙ্কটের মূল কারণ নিরসনের ওপর জোর দেয়ার জন্য ইউএনএইচসিআর প্রতিনিধির প্রতি আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘদিন অবস্থান এ অঞ্চল ও এর আশপাশের অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতাকে হুমকিতে ফেলতে পারে। তিনি ১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশের অভ্যন্তরে আশ্রয় দেয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে সাহসী বলে অভিহিত করে ইউএনএইচসিআরকে একটি বিশ্বস্ত সংস্থা হিসেবে আখ্যায়িত করেন এবং একে পূর্ণ সহায়তার আশ্বাস দেন। স্টিভেন করলিস বলেন, তার কক্সবাজার সফরকালে তিনি যেসব রোহিঙ্গার সঙ্গে সাক্ষাত করেছেন তারা সবাই তাদের দেশে ফিরে যেতে চান। তিনি তাদের টেকসই প্রত্যাবাসনের ওপর জোর দেন। তিনি ঢাকায় আবাসিক প্রতিনিধির সঙ্গে দায়িত্ব গ্রহণের আগে জেনেভায় ইউএনএইচসিআর সদর দফতরে অভ্যন্তরীণ উদ্বাস্তু বিষয়ক হাইকমিশনারের বিশেষ উপদেষ্টা ছিলেন।
×