ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিটি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন

প্রকাশিত: ০৭:০১, ২২ জানুয়ারি ২০১৯

সিটি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেসরকারী প্রতিষ্ঠান দি সিটি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন মাসরুর আরেফিন। এছাড়া প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদেও নিয়োগ পেয়েছেন তিনি। গত রবিবার কেন্দ্রীয় ব্যাংক তার এই নিয়োগে অনুমোদন দিয়েছে। এর আগে বেশ কিছু গুরুতর অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে পদত্যাগ করেন ব্যাংকটি সাবেক এমডি সোহেল আর কে হুসেইন। বাংলাদেশ ব্যাংকের এক বিশদ পরিদর্শন প্রতিবেদনে সোহেলে আর কে হুসেইনের বিরুদ্ধে নানা ধরনের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠে। যার ফলে ব্যাংকের পরিচালনা পর্ষদ তাকে ওই পদ থেকে অব্যাহতি দেন। জানা যায়, গত তিন বছর ধরে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন মাসরুর আরেফিন। ২০০৭ সালে রিটেইল ব্যাংকিংয়ের প্রধান হিসেবে এই প্রতিষ্ঠানে যোগ দেন তিনি। ব্যাংকটির প্রধান পরিচালন কর্মকর্তা ও প্রধান যোগাযোগ কর্মকর্তা হিসেবে কাজের অভিজ্ঞতা আছে তার। বর্তমানে সিটি ব্যাংকের মালয়েশিয়াস্থ সাবসিডিয়ারি রেমিট্যান্স প্রতিষ্ঠান ও এর মার্চেন্ট ব্যাংক সাবসিডিয়ারির পরিচালক হিসেবে নিয়োজিত আছেন তিনি। মাসরুর আরেফিনের ব্যাংকিং ক্যারিয়ার ২৪ বছরে। ১৯৯৫ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।
×