ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিত-ধাওয়ানকে নিয়েও সতর্ক টেইলর

প্রকাশিত: ০৬:৫২, ২২ জানুয়ারি ২০১৯

রোহিত-ধাওয়ানকে নিয়েও সতর্ক টেইলর

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে উপমহাদেশের দলগুলোকে নিউজিল্যান্ড সেভাবে পাত্তাই দেয় না। পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশকে বলতে গেলে হেসে খেলে হারায় কিউইরা। অতীত ইতিহাস তাই বলে। কিন্তু এবার ভারতকে নিয়ে সতর্ক তারা। সতর্ক বিরাট কোহলিদের দুর্দান্ত পারফর্মেন্সের কারণে। সদ্যই নিউজিল্যান্ডের প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ায় টেস্ট-ওয়ানডে দুই সিরিজ জিতে ইতিহাস গড়েছেন মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহরা। ইনফর্ম ব্ল্যাকক্যাপস উইলোবাজ রস টেইলরের মতে, কোহলি অবশ্যই সেরাদের একজন, তবে শুধু প্রতিপক্ষ অধিনায়ককে নিয়ে ভাবলে হীতে-বিপরীত হতে পারে। ভারতীয় দলে রোহিত-শিখর ধাওয়ানের মতো দৃশ্যপট বদলে দেয়া ব্যাটসম্যান আছেন। বুধবার নেপিয়ারে প্রথম ম্যাচ দিয়ে শুরু পাঁচ ওয়ানডের সিরিজ। টেইলর বলেন, ‘কোহলি অসাধারণ ক্রিকেটার। সম্ভবত এখন ওই বিশ্বের সেরা ওয়ানডে ব্যাটসম্যান। তাই ওকে নিয়ে ব্যস্ত থাকাই স্বাভাবিক আমাদের বোলারদের পক্ষে। কিন্তু ভারতের দু’জন দুর্দান্ত ওপেনারও রয়েছে। মনে রাখতে হবে কোহলি ক্রিজে আসার আগেই রোহিত শর্মা তার কাজ শুরু করে দেয়। আর শিখরের রেকর্ডও দুর্দান্ত। আমি নিশ্চিত আমাদের ফাস্ট বোলাররা রোহিত-শিখরের জন্যও স্ট্র্যাটেজি ঠিক করে মাঠে নামবে।’ অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে সাত ইনিংসে ২৮২ রান করেছিলেন কোহলি। তিনি ওয়ানডেতে ৫১ গড়ে ১৫৩। রানের মধ্যে ছিলেন রোহিতও। সিডনির প্রথম ম্যাচে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন। তিন ম্যাচে ১৮৫ রান করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক ছিলেন রোহিত। শিখর অবশ্য একদিনের সিরিজে তেমন সুবিধা করতে পারেননি। তিন ইনিংসে করেন মাত্র ৫৫ রান। কোহলি ব্যাট করতে নামলেই হাতছানি থাকে কোন না কোন রেকর্ডের। গত কয়েক বছর ধরে অবিশ্বাস্য ধারাবাহিক তিনি। ভেঙ্গেছেন বেশ কিছু রেকর্ড। সেই ধারা মেনে নিউজিল্যান্ডেও রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারত অধিনায়ক। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ৬টি সেঞ্চুরি বীরেন্দর শেহবাগের। কোহলি এখনও পর্যন্ত করেছেন পাঁচটি সেঞ্চুরি। গ্রেট শচীন টেন্ডুলকরেরও রয়েছে সমান পাঁচ সেঞ্চুরি। আর একটি সেঞ্চুরিতে শেহবাগকে স্পর্শ করবেন কোহলি। আর দুটো সেঞ্চুরিতে টপকে গড়বেন নতুন রেকর্ড। ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান রয়েছে শচীনের (১৭৫০)। তালিকায় দ্বিতীয় স্থানে শেহবাগ। ২৩ ইনিংসে বীরুর সংগ্রহ ১১৫৭ রান। ১৯ ইনিংসেই কোহলি আবার করে ফেলেছেন ১১৫৪ রান। আর ৪ রান হলেই কিউইদের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ভারতীয়দের হয়ে সবচেয়ে বেশি রানের তালিকায় দুইয়ে চলে আসবেন সুপার উইলোবাজ। নিউজিল্যান্ডের মাটিতে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডে ফরমেটে সবচেয়ে বেশি রানের তালিকায় শীর্ষে রয়েছেন শচীন। ১৮ ম্যাচে তিনি করেছিলেন ৬৫২ রান। দুইয়ে আছেন বীরেন্দর শেহবাগ (১২ ম্যাচে ৫৯৮ রান)। ধোনি রয়েছেন তিন নম্বরে। ১০ ম্যাচে তিনি করেছেন ৪৫৬ রান। গড় ৭৬। সর্বোচ্চ অপরাজিত ৮৪। শচীনকে টপকে রেকর্ড গড়তে ধোনির চাই আর ১৯৭ রান। অস্ট্রেলিয়ায় সিরিজ সেরার পুরস্কার জয়ী এমএসডিও কিন্তু রয়েছেন দুর্দান্ত ফর্মে।
×