ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লীগ, হাডার্সফিল্ড টাউন ০-৩ ম্যানচেস্টার সিটি

গোলের সেঞ্চুরি গড়ে জয় ম্যানসিটির

প্রকাশিত: ০৬:৫১, ২২ জানুয়ারি ২০১৯

গোলের সেঞ্চুরি গড়ে জয় ম্যানসিটির

স্পোর্টস রিপোর্টার ॥ দারুণ ছন্দ অব্যাহত রেখেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে আরেকটি সহজ জয় তুলে নিয়েছে পেপ গার্ডিওলার দল। রবিবার রাতে এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক হাডার্সফিল্ড টাউনকে ৩-০ গোলে হারিয়েছে সফরকারী সিটিজেনরা। এই ম্যাচে মাঠে নামার আগে শেষ তিন খেলায় ম্যানসিটির গোলসংখ্যা ছিল ১৯। আর সেখানে হাডর্সফিল্ডের পুরো মৌসুমে গোল সংখ্যা মাত্র ১৬। বোঝাই যাচ্ছিল সিটিজেনদের বিপক্ষে অবধারিতভাবেই হারতে যাচ্ছে তারা। ম্যাচ শেষে হয়েছেও তাই। মৌসুমে শততম গোলের মাইলফলক স্পর্শ করার ম্যাচে টেবিলের তলানির দলটিকে সহজেই হারিয়েছে সিটি। গোল তিনটি করেন ডানিলো, লেরয় সানে ও রাহিম স্টার্লিং। ওয়াকারের ক্রস থেকে সিটিজেনদের হয়ে মৌসুমের শততম গোলটি করেন ব্রাজিলিয়ান রাইট ব্যাক ডানিলো। চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লীগের মধ্যে শুধু ম্যানসিটিই একমাত্র ক্লাব হিসেবে শততম গোলের মাইলফলক স্পর্শ করেছে। গত আগস্ট মাসে লীগের প্রথমপর্বে সার্জিও এ্যাগুয়েরোর হ্যাটট্রিকে হাডার্সফিল্ডকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছিল সিটি। সেই হিসেবে এবার বেইজ্জতি কমই হতে হয়েছে নবাগত দলটিকে। ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রেখে ১৮ মিনিটে এগিয়ে যায় গার্ডিওলার দল। বাঁদিক থেকে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডানিলোর জোরালো শট হেডে ফেরাতে গিয়ে নিজেদের জালেই পাঠান স্বাগতিকদের জার্মান ডিফেন্ডার ক্রিস্টোফার শিন্ডলার। বিরতির পর আরও দুইবার বল জালে পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সিটি। সানের ক্রস গোলমুখে পেয়ে হেডে ব্যবধান দ্বিগুণ করেন রাহিম স্টার্লিং। ম্যাচের বয়স তখন ৫৪ মিনিট। দুই মিনিট পরই এ্যাগুয়েরোর হেডে বল পেয়ে সহজেই দলের তৃতীয় গোলটি করেন সানে। ম্যাচ শেষে সিটি কোচ গার্ডিওলা বলেন, আমরা প্রত্যাশিতভাবেই জিতেছি। তবে ম্যাচে বেশ কিছু দিকে আমাদের দুর্বলতা দেখা গেছে। সামনের ম্যাচগুলোতে এগুলো কাটিয়ে উঠতে হবে। ১০০ গোল করা প্রসঙ্গে সাবেক বার্সিলোনা বস বলেন, এটা দারুণ ব্যাপার। এমন পরিসংখ্যান ছেলেদের আরও ভাল করতে অনুপ্রাণিত করবে। এদিকে গত ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ছাঁটাই হওয়ার পর আপাতত বেকারই আছেন কোচ জোশে মরিনহো এবং তা নাকি নিজের ইচ্ছাতেই। এক সাক্ষাতকারে পর্তুগীজ লৌহমানব জানিয়েছেন এর মধ্যেই তিনটি চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি ঝাল ঝেড়েছেন তার সমালোচনাকারীদেরও। মরিনহোকে ছাঁটাইয়ের পেছনে ম্যানইউর বড় যুক্তি ছিল ৫৫ বছর বয়সী কোচের দর্শন ক্লাবের ধরনের সঙ্গে বেমানান। তার অধীনে নিজেদের মেলে ধরতে পারছিলেন না তরুণ ফুটবলাররা। রেড ডেভিলসদের সাবেক তারকা গ্যারি নেভিলও বলছেন, ভবিষ্যতে আর কোনদিনই ক্লাবের দর্শনের সঙ্গে আপোস করতে দেয়া হবে না। নেভিলের সেই কথা ধরে তাকে খোঁচা দিতে ছাড়েননি মরিনহো। যে কোন ক্লাবের দুঃসময়ে দায়িত্ব নিতে মোটেও কুণ্ঠা বোধ করবেন বলেও জানিয়েছেন তিনি। মরিনহো বলেন, গ্যারি নেভিল মোটেও আমার খেলার ধরন সম্পর্কে জানে না। আমার খেলার ধরন সময় অনুযায়ী পাল্টায়। জার্গেন ক্লপ লিভারপুলের এবং পেপ গার্ডিওলা ম্যানসিটিকে যে অবস্থায় পেয়েছিল আমিও সে অবস্থায় যে কোন ক্লাবের দায়িত্ব নিতে চাই। সাবেক রিয়াল মাদ্রিদ কোচ আরও বলেন, আমি এরই মধ্যে তিনটি চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। কারণ আমি যেমনটা চাই সেগুলো মোটেও তেমন ছিল না। আশাকরি নিন্দুকেরা বুঝতে পারবেন।
×