ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুপুর ১টা ৩০ মিনিটে আজ তাদের প্রতিপক্ষ শক্তিশালী রংপুর, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকা-কুমিল্লা লড়াই

শেরেবাংলায় খুলনার বাঁচা-মরার লড়াই শুরু

প্রকাশিত: ০৬:৫০, ২২ জানুয়ারি ২০১৯

শেরেবাংলায় খুলনার বাঁচা-মরার লড়াই শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার তৃতীয়পর্বে আকর্ষণীয় হয়ে উঠেছে ষষ্ঠ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসর। এইপর্বে নিশ্চিত হয়ে যেতে পারে একটি দলের লড়াই থেকে ছিটকে যাওয়া। আর সেই দলটি ৭ ম্যাচে মাত্র ১ জয় পাওয়া খুলনা টাইটান্স। আজ প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইয়ে তারা মুখোমুখি হচ্ছে শক্তিশালী রংপুর রাইডার্সের। হারলেই লীগপর্ব থেকে বিদায় ঘটা প্রায় নিশ্চিত হয়ে যাবে তাদের। আর রংপুর এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও ভাল করার দিকে মনোযোগী। ম্যাচটি দুপুর ১টা ৩০ মিনিটে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হবে শক্তির লড়াই। দুর্বার বেগে এগিয়ে চলা ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকায় প্রথমপর্বে টানা চার ম্যাচ জিতেছিল গত আসরের রানার্সআপ ঢাকা ডায়নামাইটস। তবে সিলেটপর্বে একটি ম্যাচ হেরে যায় তারা। এরপরও ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষস্থান ধরে রেখেছে সাকিব আল হাসানের দলটি। তবে এখন পর্যন্ত দলীয় ব্যাটিং পারফর্মেন্সে সব ম্যাচেই দুর্দান্ত ছিল তারা। সে কারণেই তাদের ছুঁতে পারেনি অন্য কোন দল, হুমকিও হয়ে উঠতে পারেনি। একটি ম্যাচেই ব্যাটিং লাইনে ধস নেমেছিল, আর সেই ম্যাচেই হার দেখেছিল তারা। সেখান থেকে ঘুরেও দাঁড়িয়েছে। এবার নিজেদের মাঠে আবার ডায়নামাইটসের বিস্ফোরক ব্যাটিংয়ের সুুযোগ দর্শকদের বিপুল সমর্থন নিয়ে। ইতোমধ্যেই দলের ব্যাটিং শক্তি আরও বেড়েছে দক্ষিণ আফ্রিকার ওপেনার হেইনো কুন যোগ দেয়াতে। আর আগে থেকেই আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, হজরতুল্লাহ জাজাইরা আছেন। তাই আজ জয় তুলে নিতে বিপুল বিক্রমেই মাঠে নামবে ঢাকা। তাদের বিপক্ষে কুমিল্লার কঠিন লড়াই গড়ে তোলার জন্য ব্যাটিং সমস্যা কাটিয়ে উঠতে হবে। তবে দুটি ম্যাচে তারা ১৮৬ ও ১৮৪ রানের দলীয় ইনিংস পেয়েছে। তামিম ইকবাল ধারাবাহিক হতে পারলে নিশ্চিতভাবেই ব্যাটিং সমস্যাও কাটিয়ে উঠতে পারবে তারা। শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়রা মোটামুটি রানের মধ্যেই আছেন। আর বোলিংয়ে মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান ও আফ্রিদিরা ভালই করছেন। সবাই এক সঙ্গে জ¦লে উঠলে আজ জয় তুলে নিয়ে নিজেদের অবস্থান আরেকটু ভাল করতে সক্ষম হবে কুমিল্লা। এই মুহূর্তে ৭ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে তারা। আজ সবচেয়ে চ্যালেঞ্জিং ম্যাচ কোন একটি দলের জন্য। খুলনা টাইটান্স আসরের শুরুতেই সবচেয়ে দুর্বলতর দল গড়ে সেভাবে নজর কাড়তে পারেনি। মাঠের পারফর্মেন্সেও সেটার প্রভাব ভালভাবেই দেখা গেছে। আজ তাদের বাঁচা-মরার লড়াই। রংপুরের বিপক্ষে ম্যাচটি হারলেই বলা যাবে লীগপর্বেই যাত্রা শেষ হয়ে যাচ্ছে। কারণ ৭ ম্যাচে মাত্র ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে সবার তলানিতে থাকা দলটি আরেক হারে পড়ে যাবে বেকায়দায়। এই মুহূর্তে চারটি দলের ৮ বা তার বেশি পয়েন্ট রয়েছে। খুলনা আজকের পর বাকি চার ম্যাচে জিতলেও সবমিলিয়ে পয়েন্ট ১০ হয়ে যাবে। কিন্তু ততক্ষণে আরও ৪ দলের ১০ পয়েন্ট হয়েই যাবে। নেট রানরেট অত্যন্ত বাজে হওয়ার কারণে তাই খুলনার সেক্ষেত্রেও বাদ পড়ে যাওয়া একেবারেই সহজ। তবে অভাবনীয় কিছু ঘটলে হয়তো আরেকটি সুযোগ পেয়ে যেতে পারে খুলনা। এ কারণেই দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘রান করার পরও যদি দল হারে তাহলে রান করাটা কাজে আসে না। আমাদের জন্য এখন প্লে-অফের সমীকরণ আরও কঠিন হয়ে গেল। এখন খুবই কম সুযোগ আছে আমাদের। আমাদের এখন নিজেদের জন্য হলেও ভাল খেলা উচিত।’ আজ এমন এক চ্যালেঞ্জের ম্যাচে শক্ত প্রতিপক্ষ রংপুরের বিরুদ্ধে ম্যাচ তাদের। দারুণ শক্তিশালী ব্যাটিং লাইন গড়া রংপুর অবশ্য মাঠের নৈপুণ্যে এখন পর্যন্ত নজর কাড়তে পারেনি। দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স নতুন মাত্রা দিয়েছেন একটি ম্যাচ খেলে ২১ বলে ৩৪ রান করে। তবে ক্রিস গেইল এখন পর্যন্ত সুবিধা করতে পারেননি, ফর্মের তুঙ্গে আছেন রাইলি রুশো। এ্যালেক্স হেলসও গত ম্যাচে রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন। সবাই এক সঙ্গে জ¦লে উঠলে চাপের মুখে থাকা দুর্বল খুলনা উড়েই যাবে আজ। এই মুহূর্তে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর ৭ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে আছে ৫ নম্বরে। সেরা চারে থেকে প্লে-অফে পৌঁছুতে তাই জয়ের জন্য উন্মুখ হয়েই মাঠে নামবে তারা।
×